স্পোর্টস ডেস্ক >>> এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে আরও এগিয়ে রইল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে স্বাগতিক দ্য রেড শিবির। একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন দিয়োগো জটা।গত ফেব্রুয়ারিতে এভারটনের মাঠে প্রথম দেখায় শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় থেকে বঞ্চিত হয়েছিল লিভারপুল। এবার আর তেমন কিছু হয়নি। লড়াইয়ের ৫৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় লিভারপুল। লুইস দিয়াসের পাস থেকে বল নিয়ে আক্রমণ রচনা করে প্রতিপক্ষের জালে বল জড়ান জটা। শেষে এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।অনদিকে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পেল না লেস্টার সিটি। মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে হেসে-খেলেই জয় পেল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল সিটি। নিজেদের মাঠ ইতিহাদে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জ্যাক গ্রিলিশ লিড এনে দেওয়ার পর গোল ব্যবধান দ্বিগুণ করেন ওমার মার্মাউশ।শিরোপা জয়ের দৌড়ে আগেই হোঁচট খেয়ে ট্র্যাক চ্যুত হয়ে পড়েছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে লিগ শেষ করে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য আর্লিং হালান্ডের ক্লাবটির।ইংলিশ লিগে ৩০ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্টের পুঁজি নিয়ে সবার ওপরে রয়েছে লিভারপুল। ১২ পয়েন্টে দুইয়ে রয়েছে আর্সেনাল। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে ম্যানসিটি।
মন্তব্য