মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর
স্মৃতির শহরে জড়িয়ে নিও
দুঃখে সুখে বেঁধে রাখিও
মনের ঘরে আপন করে
আমায় তুমি ফিরিয়ে নিও।
জীবন বেলা ফুরোবার আগে
ফাল্গুনের সকাল সন্ধা রাতে
আমায় জোসনায় ফিরিয়ে নিও
শত ব্যথা ভুলে নিও বুকে তুলে।
হৃদয়ে প্রিয়া ইচ্ছে যদি জাগে
নতুন করে ভালোবাসার পরশে
অজুহাতের বেড়াজাল ভেদ করে
চলে এসো আমার জীবন যৌবনে।
তোমাকে পেতে ব্যকুলতায় আছি
আমাকে তুমি নীড়ে ফিরিয়ে নিও
আমাকে ছাড়া বুকের বাম পাসটা
যদি শূন্য লাগে আমায় ডাকিও।
মন্তব্য