উপজেলা প্রতিনিধি,(আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া >>> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে ছিটকে পড়ে কাইয়ুম মিয়া (২৩) ও রাকিবুল ইসলাম তারেক (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমন (২০) ও সাকিব (২০)। বুধবার দুপুরে উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম-সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ছাদে টিকটক করছিলেন চার যুবক। বুধবার দুপুর ১২টায় ট্রেনটি উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে মোগড়া রেলব্রিজে পৌঁছালে রেললাইনের উপরে থাকা ইন্টারনেটের তারে প্যাঁচিয়ে ছিটকে পড়েন তারা।এতে ঘটনাস্থলেই কাইয়ুম মিয়া মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাকিবুল ইসলাম তারেক। আহত দুইজনের চিকিৎসা চলছে স্থানীয় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।নিহত কাইয়ুম কুমিল্লা দেবিদ্বার এলাকার করিম মিয়ার পুত্র। রাকিবুল ইসলাম তারেক কসবা উপজেলার পুরকইল গ্রামের বিল্লাল মিয়ার পুত্র।আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য