” মুকুল রাজ “
বাঁচতে চেয়েছিলে,ভালোবেসেছিলে এ স্বদেশভুমি
বিপ্লবে বিরাজের তরে আজ চির অমর তুমি!
চেয়েছিলে শিক্ষার্থীর সবার সমান অধিকার,
আজ তুমিহীন তোমার পরিবারে নেমে এসেছে হাহাকার!
পেয়েছি বাংলা ভাষা ,
তাঁর জন্য গুলি বুকে নিয়ে
জীবন দিয়েছিল শফিউর,জব্বার সালাম,
এ যুগের শহীদদের বিনিময়ে আজ আমরা কি পেলাম?
ছাত্র সমাজ চেয়েছ তো শুধু সবার সমান অধিকার,
তাই বলে কি এখন দেখতে হবে মৃত্যুর কারবার?
আজ কলেজ ক্যাম্পাসে আর চারিদিকে দেখি ঝরে পড়া রক্ত,
ছুটে চলার উদ্দাম গতিতে আজকে জীবন বড় উত্যক্ত।
চাই না আর ঝরুক রক্ত,গায়ে লাকুক ক্ষতচিহ্ন,
না হোক এ স্বাধীন দেশে মৌলিক অধিকার অভিন্ন।
মন্তব্য