মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান>>>
ভবনগর পূর্বপাড়া গ্রামে পোশাক মাঝে মাঝে জনে যেতে দেখা তাই করে সংসারের হাল ধরতে চেয়েছিলেন বাংলার ঘরে ঘরে শিম একটি জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত। কারণ শিম প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বিচিও সবজি হিসেবে খাওয়া হয়।আগাম সবজি হিসেবে ভবনগর পূর্বপাড়া গ্রামে ‘অটো শিম’ চাষ করে এই এলাকার কৃষকরা প্রতিবারই লাভবান আশায় রয়েছেন।এছাড়া চারা অবস্থায় পাতা সুড়ঙ্গকারী পোকা ক্ষতিকর। লাল ক্ষুদ্র মাকড়ও অনেক সময় বেশ ক্ষতি করে থাকেএলাকার যে দিকে দুচোখ যায় মাঠের পর মাঠ জুড়ে চোখে পড়বে শিমের ক্ষেত।এরই মধ্যেই কিছু কিছু গাছে শিম ধরতে শুরু করেছে। আগাম অটো শিমে লাভবান হওয়ার আশায় স্বপ্নে বিভোর মহেশপুর উপজেলা শ্যামকুর ইউনিয়নের কৃষকরা।
মন্তব্য