১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে চলছে উত্তর-দক্ষিণের সমীকরণ!!
  • লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে চলছে উত্তর-দক্ষিণের সমীকরণ!!

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইল জেলার লোহাগড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২৬অক্টোবর। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে সকল রাজনৈতিক মহলেই চলছে নানা আলোচনা।প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির রাজনীতি কোন কোন নেতার নেতৃত্বে চলবে সেটাই দেখার বিষয়।দলের শৃংখলা,আদর্শ ও দলের আগামী স্বপ্ন বাস্তবায়নে কোন কোন নেতা দূরদর্শীতার সাথে দল পরিচালনা করতে পারবেন সেটা নিয়েই চলছে আলোচনা।তৃণমূলের নেতাকর্মীরা, ভোটাররা দলের পরিক্ষিত,ত্যাগী নেতাদের উপরই ভরসা রাখছে।রাজনৈতিক বোদ্ধাদের মতে,লোহাগড়া,কালিয়া ও নড়াইল সদর এই তিনটি উপজেলা নিয়ে নড়াইল জেলা।এই জেলার বিএনপি’র রাজনীতিতে বরাবরই প্রভাব বিস্তার করে আসছে লোহাগড়া উপজেলা।কারণ,লোহাগড়া ও সদরের অংশ বিশেষ নিয়ে গঠিত নড়াইল-২ সংসদীয় আসনে লোহাগড়া উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই উপজেলার রাজনীতি ভৌগলিক অবস্থান তথা নবগঙ্গা নদী দ্বারা উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভাজিত।বিগত ০৫ আগস্ট ছাত্র-জনতার সফল গনঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আগামী ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিতব্য লোহাগড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে দলীয় প্রধান দুটি পদ তথা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা।অতীত অভিজ্ঞতায় দেখা যায়,দক্ষিন লোহাগড়ায় বিএনপি অপেক্ষাকৃত শক্তিশালী আর উত্তরে শক্তিশালী আওয়ামীলীগ।বিগত ১৭ বছরে তাই উত্তরের আওয়ামী নেতারা সর্বোচ্চ সুবিধাভোগী। উপজেলা চেয়ারম্যান পদটি ৫ বার উত্তরের নেতারাই দখলে নিয়েছে।তারাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক পদটি বারবার দখলে নিয়েছে।অপরদিকে,উত্তরের বিএনপির বিগত কমিটির নেতারা দল গঠনে ও সরকার বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হননি বলে নেতাকর্মীদের বিস্তর অভিযোগ রয়েছে।এবারের কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুই জন যথাক্রমে উত্তরের কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা প্রতিক)এবং দক্ষিনের মো: টিপু সুলতান(আনারস প্রতিক)মোঃ টিপু সুলতান দলীয় সিদ্ধান্তে বেশ কয় বছর দলে কোনঠাসা থাকায় কমিটি গঠনে তেমন ভূমিকা রাখা সম্ভব হয়ে ওঠেনি।সেই সুযোগে কাজী সুলতানুজ্জামান সেলিম রাজনীতিতে এগিয়ে নিয়েছেন নিজেকে।যদিও মোঃ টিপু সুলতান ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরীতে সচেষ্ট।দলের নির্যাতিত বারবার কারাবরনকারী নেতা তিনি।অপরদিকে,সভাপতি পদে লড়ছেন ৬ জন প্রার্থী।এর মধ্যে ৩ জন উত্তরের এবং ৩ জন দক্ষিনের।তৃণমূলের ভোটারদের সাথে আলাপচারিতায় বেশ কিছু পরিসংখ্যান উঠে এসেছে।প্রথমত: উত্তরের ৩ জন সভাপতি প্রার্থী হলেন জিএম নজরুল ইসলাম(দোয়াত কলম) ,আসাদুজ্জামান (ঘোড়া) এবং আহাদুজ্জামান বাটু(চশমা)।প্রায় সমানতালে উত্তরের ভোট ৪ ভাগ হচ্ছে বলে ধারনা।দ্বিতীয়ত :দক্ষিনের তিন জন সভাপতি প্রার্থীর মধ্যে রয়েছেন রবিউল ইসলাম পলাশ( দেওয়ালঘড়ি), আবু হায়াত সাবু (চেয়ার)এবং মোঃ সাচ্চু মিয়া(মোটরসাইকেল)।লোহাগড়ায় বিএনপির রাজনীতিতে মল্লিকপুর ইউনিয়ন অধিক শক্তিশালী।এখানে নেতাকর্মীও বেশি।প্রভাবও বেশি।দক্ষিণের বিএনপির রাজনীতি মূলত মল্লিকপুর থেকেই নিয়ন্ত্রিত হয়।দক্ষিনের সবচেয়ে প্রভাবশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন মোঃ সাচ্চু মিয়া।এলাকায় পরিচ্ছন্ন ও ভালো মানুষ হিসাবে তার সুনাম রয়েছে।তিনি উপজেলা বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত মল্লিকপুর ইউনিয়ন এর বাসিন্দা।৯০ গন আন্দোলনের তুখোড় ছাত্রনেতা।উপজেলার আওতাধীন একমাত্র কলেজ লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সর্বশেষ নির্বাচিত ছাত্র সংসদের জি এস।বিগত সময়ে কেন্দ্রীয় রাজনীতিতে ঢাকাতে সক্রিয় থাকলেও গত তিন বছরে তিনি স্থানীয় রাজনীতিতে শক্তিশালী ভীত গড়েছেন বেশ সফলতার সাথে। সব মিলিয়ে সভাপতি পদে মূল লড়াইয়ে মোঃ সাচ্চু মিয়া থাকছেন এমনটাই ধারনা এখানকার মানুষের।দক্ষিনের নেতা কর্মীদের মধ্যে মোঃ সাচ্চু মিয়া একাট্টা অবস্থান নিতে সক্ষম হচ্ছেন এমনটাই ভাবছেন রাজনীতির অঙ্গনের মানুষ।দীর্ঘদিন পরে দক্ষিণের সাধারণ মানুষ উপজেলা বিএনপির শীর্ষতম পদ পাওয়ার ব্যাপারে ব্যাপক আশাবাদী হয়ে উঠেছে।এখন দেখার বিষয় ২৬ তারিখ অনুষ্ঠিতব্য বিএনপির কাউন্সিলে লোহাগড়া উপজেলা বিএনপির নেতৃত্ব কোন দুজন নেতার হাতে উঠে।

    মন্তব্য

    আরও পড়ুন

    ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
    নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট
    উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে
    আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
    রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ
    চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড 
    শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত
    মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর।

    You cannot copy content of this page