নুরুল ইসলাম সবুজ >>> সাতকানিয়া ছদাহা ইউনিয়নের সাধারণ জনগণ উপজেলা ইউএনও বরাবর একটি স্বারকলিপি প্রদান করেছেন গতকাল ১২(সেপ্টেম্বর ২০২৪)সম্প্রতি বিএনপির একটি অংশ চেয়ারম্যান মোর্শেদুর রহমানের বিরুদ্ধে একটি স্বারকলিপি ইউএনও কে দিয়েছে।স্মারকলিপির হুবহু কপি তুলে ধরা হলো।সাতকানিয়া বিএনপি’ চারটি গ্রুপে বিভক্ত, একটি গ্রুপের নেতৃত্ব দেয় মুজিবুর রহমান চেয়ারম্যান, অন্য গ্রুপের অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন, আরেকটা অংশের নেতৃত্বে দেন গফফার চৌধুরী। সর্বশেষ যে অংশ মোর্শেদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তার নেতৃত্ব দেন জামাল হোসেন। এদের তিনটি গ্রুপের প্রধানেরা চেয়ারম্যান কে ও স্থারক লিপি এবং প্রকাশিত সংবাদ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। তারা জানান, বিএনপি জনগণের দল, ছদাহার জনগণ যদি আপনাকে চায়, তারা যদি আপনার বিরুদ্ধাচরণ না করে, আপনি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে তো আমাদের আপত্তি থাকার কথা না, ছদাহার স্থানীয় জনগণ নির্ধারণ করবেন আপনি কি অপসারণ হবেন না থাকবেন। উপরোক্ত তিন গ্রুপের কথায় সন্তুষ্ট, সাধারণ মানুষ যেহেতু ছদাহার আপামর জনসাধার বানোয়াট, মনগড়া গল্প কাহিনী। যেটা নিয়ে সাধারণ মানুষ মোটেও চিন্তিত নই কারণ তারা ছদাহা ইউনিয়নের কেউ না বলে উল্লেখ্ করেন। স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন বিএনপির নেত সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাবের মেম্বার কবির আহমদ মুজিবুর রহমান মেম্বার নজরুল ইসলাম মেম্বার তৌহিদুল ইসলাম মেম্বার আব্দুল সবুর মেম্বার বিএনপি নেতা আবছার নুরুল ইসলাম আব্দুর রহিম জামাল আহমদ সদাগর অসংখ্য সাধারণ মানুষ সহ জামায়াত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্তব্য