আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> নোয়াখালী চাটখিলে মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্নহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬নং ওয়ার্ডের চাটখিল সেন্ট্রাল হসপিটালের পাশের একটি বাসায়।আজ বৃহস্পতিবার সাড়ে ৭টায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে নুরজাহান আক্তার প্রিয়া (১৭) নামের এই কলেজ ছাত্রীর আত্মহত্যা করে।মৃত কলেজ ছাত্রী রংপুর জেলার পীরগাছা থানার রামদেব গ্রামের মতি কেরানি বাড়ির মোঃ আব্দুল জব্বারের মেয়ে।তারা দীর্ঘদিন থেকে চাটখিল পৌরসভায় ভাড়া নিয়ে থাকতেন।মৃত কলেজ ছাত্রীর বাবা উপজেলা গেইটের সামনে চায়ের ব্যবসা করতেন বলে জানা যায়।মৃত কলেজ ছাত্রীর মা জানান,শুধু নামাজ না পড়ার কারণে তাকে সামান্য বকেছিলাম,পড়াশোনা ঠিকভাবে করতে বলেছিলাম এই সামান্য কথাকে কেন্দ্র করে সে এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি।স্থানীয়রা বলছে,সে একটু রাগী মেয়ে অল্পতে অনেক বেশি রাগ করে বসে।পড়াশোনা ভালোভাবে না করায় এবং বিয়ে-শাদির জন্য প্রস্তাব আসলেও বিয়ে বসতে রাজি না হওয়া ও সময় মত নামাজ না পড়ায় পরিবারের পক্ষ থেকে একটু শাসন করায় এমন কাণ্ড ঘটিয়েছে সে।চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন,খবরশুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।পরিবারের কোনো অভিযোগ না থাকায়, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য