১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভূমি মানব জীবনের মাদারবোর্ড তুমব্রু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবে রুপ নিচ্ছে: মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত উখিয়ায় অপহ্নত ৪ জেলের ৫ মাসেও সন্ধান মিলেনি:পরিবারে স্বজনদের আহাজারী! আমরা ধর্ম চর্চা করবো,কারো প্রতি বিদ্ধেষ করবোনা-উখিয়ায় ধর্ম উপদেষ্টা ড.খালিদ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার,গ্রেপ্তার ৪ ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের। ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশ সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। ৫৩ বিজিবির অভিযানে মনাকষা সীমান্তে ১০ ভারতীয় গরু আটক জামায়াত ইসলামী কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • খুলনা >> খুলনা >> জাতীয়
  • খুলনার রূপসায় আওয়ামীলীগে দলীয় কোন্দল : বাড়ছে সাংগঠনিক দুর্বলতা
  • খুলনার রূপসায় আওয়ামীলীগে দলীয় কোন্দল : বাড়ছে সাংগঠনিক দুর্বলতা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এইচ এম রোকন,নিজস্ব প্রতিবেদক খুলনা >>> দলীয় কোন্দলে বিপর্যস্ত হতে চলেছে রূপসা উপজেলা আওয়ামী লীগ।সেই সাথে বিভেদ বাড়ছে এ উপজেলার আওয়ামী লীগের তৃণমূলে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে ও নির্বাচন পরবর্তী রাজনৈতিক কোন্দল এ উপজেলার আওয়ামী লীগকে ভাবনায় ফেলে দিয়েছে।বিশেষ করে
    স্থানীয় এমপির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়াম্যান কামাল উদ্দীন বাদশা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম মুর্শেদীর অনুসারীদের মধ্য একে অপরের বিরুদ্ধে
    নানা অভিযোগ করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলনে এই কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে।আর এই কোন্দলে তৃণমূলে স্থায়ী বিভেদ তৈরি করলে তা হবে দলটির জন্য বড় ক্ষতির কারণ।আর এ বিভেদ সামনে উপজেলা নির্বাচনে আরো বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
    জানাগেছে,গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রূপসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা স্থানীয় এমপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।অপরদিকে ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী পক্ষে ২৭ ফেব্রুয়ারি বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ফ ম আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ নির্বাচনে নৌকার বিজয়ী প্রার্থী আব্দুস সালাম মুর্শিদীর প্রত্যক্ষ নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থানকারী আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি অত্যাচার, নির্যাতন, রক্তাক্ত জখম ও তাদের সম্পদ ও ব্যবসার লুট ও দখলের যে কাল্পনিক অভিযোগ করা হয়েছে তার কোন দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা।তিনি এসকল অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান। তাছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করা, দলীয় সভানেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের পদ থেকে অব্যাহতি প্রদানের দাবি ও জানান।এই সংবাদ সম্মেলনে এমপির পক্ষ হতে অন্যনার মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সরদার ফেরদৌস আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আক্তার ফারুক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
    এদিকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার দাবীতে নৈহাটি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গত ২৯ ফেব্রুয়ারী সকালে নৈহাটির কর্ণপুর এলাকায় অনুষ্ঠিত হয়।মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ‍্যক্ষ ফ,ম আঃ সালাম।ইউপি সদস‍্য আলমগীর হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু সহ অনেকেই ।এভাবেই নেতাদের বিরোধের কারণে মুখোমুখি অবস্থানে রয়েছেন কর্মীরা।উপজেলার আওয়ামীলীগের কয়েকজন নেতা জানান, বিএনপি ছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং ভোটারের উপস্থিতি বাড়াতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাইরেও আওয়ামী লীগের প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দেয়া হয়। সেই উদ্দেশ্য সফল হলেও নির্বাচনের আগে এবং বিশেষ করে নির্বাচনের পরে এই দলীয় কোন্দল দলে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানাগেছে, নির্বাচনের পর নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব বেড়ে গেছে। তারা সবাই আওয়ামী লীগ হওয়ায় যার যার প্রভাব ধরে রাখতে চাইছে। শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে তারা চিন্তিত। তারা মনে করেন, উপজেলা পরিষদ নির্বাচনে এই দ্বন্দ্বের চরম বহিঃপ্রকাশ ঘটতে পারে।তারা আরো জানান,
    আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পাওয়ায় নির্বাচনের আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগে নানা গ্রুপ সৃষ্টি হয়। যেকারনে বিভেদ সৃষ্টি হয়। আর নির্বাচনের পরেও তার জের চলছে। নির্বাচন শেষ হলেও সেই গ্রুপগুলো তার জের এবং প্রভাব বিস্তার ও ধরে রাখার চেষ্টার কারণে এসব হচ্ছে।আর এ ব্যাপারে সাংগঠনিক ভাবে কোনরকম সমঝোতা গড়ে তুলতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ। যা দলের সাংগঠনিক দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে আসে।যদিও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতারা। তৃণমূল নেতারা বলেন, যখনই দেখে স্বাধীনতা স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগে বিভাজন তখনই অনেকেই এই সুযোগটা নেয়। আমাদের দলের ভেতরে যতই দ্বন্দ, কোলাহল স্বার্থের রাজনীতি থাকুক না কেন এমন সংকটময় পরিস্থিতিতে এগুলোকে পাশে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।এ ব্যাপারে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ্যড়.সুজিত অধিকারী জানান, দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে ব্যক্তি স্বার্থের জায়গা থেকেও কেউ কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে এসব ব্যপারে দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারা এসব ঘটনার সঙ্গে যুক্ত, কেন এসব করা হচ্ছে, এগুলো পরিকল্পিত কিনা সব ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অতিদ্রুত দলীয় সভায় আলোচনা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page