সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নৌকা প্রার্থী ড. মোহাম্মদ ছাদিকের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা যুব মহিলালীগের নেতাকর্মীরা।বুধবার দিনব্যাপী সদর উপজেলার হুসেনপুর,ইনাত নগর,টুকের বাজারসহ বিভিন্ন স্থানে জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলে জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা মিনা রানী দাস,ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা অজন্তা রানী পাল,জেসমিন আক্তার, জেসমিস বেগম,আখি বেগম মিনারা বেগম ও জোৎস্না বেগম প্রমুখ।
জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না বলেছেন বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তাতে নৌকার বিজয় কেহ ঠেকাতে পারবে না। তাই আগামী ২০২৪ সালের ৭ই জানুয়ারীর নির্বাচনে সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট প্রদানের আহবান জানান। ##
মন্তব্য