সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি,সিলেট।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে কৌশলে লেবু ভর্তি দুইটা কার্টনে রাখা ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) রাত সাড়ে ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলাস্হ সিলেট তামাবিল মহাসড়কে সারিঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।এসময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সারিঘাট উত্তর বাজারে আগফৌদ রাস্তার প্রবেশমুখে দুইটি ফলের কার্টন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।পরে কার্টন খুলে তার ভিতরে বাতাবি লেবুর নিচে কৌশলে রাখা ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
উদ্বারকৃত বিদেশি মদগুলো অফিসার চয়েজ ব্লু ও রয়েল স্টেগ ব্রান্ডের। পুলিশের ধারণা পাশ্ববর্তী দেশ ভারতীয় সিমান্ত অতিক্রম করে পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে আসা হয়েছিলো।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম লেবুর কার্টনে মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বেশ কয়েকটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।চোরাকারবারিরা মাদক পাচারে যতই কৌশল অবলম্বন করুক না কেন পুলিশ এ ব্যপারে শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন উক্তো ঘটনায় পরিত্যাক্ত জব্দমুলে সাধারণ ডায়েরী করা হয়েছে।তিনি আরো জানান, সিলেটের মান্যবর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।
মন্তব্য