১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার,গ্রেপ্তার ৪ ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের। ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশ সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। ৫৩ বিজিবির অভিযানে মনাকষা সীমান্তে ১০ ভারতীয় গরু আটক জামায়াত ইসলামী কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ ফুলবাড়ীতে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় জরিমানা ও সিলগালা মোংলা উপজেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার(কাজী) কল্যান সমিতির নতুন কমিটি গঠন দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 

মেধাবী ছাত্র রাফফানের সাইক্লিস্ট হওয়ার গল্প

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

“ছোটবেলা থেকে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো।অনেক ভালো লাগতো।আমার মা একসময় ঘণ্টার পর ঘন্টা সাইকেল চালাতেন।মায়ের এমন গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করেছে।সময়টা (২০০৯-২০১৪) তখন আমি চকোবিতে পড়ি, তখন থেকেই আমার একমাত্র বাহন সাইকেল।”কথাগুলো বলছিলেন কক্সবাজারের সাইক্লিস্ট মোহাম্মদ রাফফান।তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোঁয়ালিয়াপাড়া গ্রামে।মোহাম্মদ রাফফান এর বাবা নাসির উদ্দিন একজন (অব:) প্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।দুই বোনের মধ্যে রাফফান সবার ছোট ।চকরিয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ রাফফানের সব স্বপ্ন সাইক্লিং নিয়ে।সাইক্লিং নিয়ে রাফফান বলেন, ছোটবেলা থেকে সাইকেল নিয়ে আমার পাগলামি শুরু।‘শুধু আমার উপজেলা নয়; পার্শ্ববর্তী উপজেলা পেকুয়া সহ অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি; দেখেছি তাদের বৈচিত্র্যময় জীবন। আমার সাইকেলে ভ্রমণ করতে খুবই ভালো লাগে।’রাফফানের বর্ণনায় ওঠে আসে তার সাইক্লিং জীবনের কথা।তিনি বলেন , তিনি সাইকেল নিয়ে হাজার হাজার কিলোমিটার চড়েছেন। জিপিএস ট্রাকিং অ্যাপ স্ট্রাভাতে রেকর্ড আছে এসব ট্যুরের। সাইকেলে ঘুরে বেড়ানোর তথ্য।সাইকেলের এমন নেশায় পড়ে ঝুঁকিপূর্ণ কিছু কাজ করেছেন রাফফান। তেমন একটি ঘটনা ২০২১সালের।(বিজয় রাইড ২০২১)কৈয়ারবিল থেকে বান্দরবানের লামা এবং চকরিয়ার বমুবিলছড়ি হয়ে আবার বাড়ি পর্যন্ত একটি সাইকেল ট্যুর ছিল যেখানে একদিনে প্রায় ৮০-৯০কিমি সাইকেল রাইড করে সমতল এবং পাহাড়ি এলাকায়। এটা তাদের টিমের জন্য কঠিন একটা ট্যুর ছিল।সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে অনেক দেরি করে বাড়িতে ফেরার ঘটনাও ঘটেছে। বাবা মায়ের বকুনি শোনেন, তবে সাইক্লিস্ট মোহাম্মদ রাফফানের এ নিয়ে কোনো ভ্রূক্ষেপ নেই। সাইক্লিংয়ের নেশায় বুঁদ হয়ে থাকেন তিনি।তিনি আরও জানান, বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গায় তিনি ঘুরেছেন। তার সাইকেলে চড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি একটি বার্তা ছড়িয়ে (মাদক থেকে দূরে থাকুন, সুন্দরভাবে বেঁচে থাকুন ) পৌঁছে দেন। এভাবে সাইক্লিং করতে গিয়ে গড়ে তুলেন সাইক্লিং ক্লাব ইআরবিসিসি(ERBCC) এরপর এই ক্লাবের হয়ে তিনি সব কাজ পরিচালনা করছেন।সাইক্লিস্ট রাফফান জানান, এক দিনে তিনি টিম ইআরবিসিসির সঙ্গে বিরতিহীন ৮০-৯০ কিলোমিটার সাইকেল ভ্রমণ করেছেন।কৈয়ারবিল থেকে তার যাত্রা শুরু হয়।চকরিয়া উপজেলা যান শুরুতে। পরে বান্দরবানের লামা গিয়ে সেখান থেকে বমুবিলছড়ি যান তারপর আবার চকরিয়ার কৈয়ারবিলে ফিরে আসেন।চলতি বছর বিভিন্ন ইউনিয়নে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন তরুণ সাইক্লিস্ট মোহাম্মদ রাফফান।সেখানে সাইকেল ভ্রমণের সময় সাধারণ মানুষের মন উজাড় করা ভালোবাসা পেয়েছেন।সাইক্লিং নিয়ে রাফফান তার স্বপ্নের কথা বলেন।অনেক বছর ধরে দুই চাকায় পা রাখা এ ব্যক্তি বিশ্বভ্রমণের জন্য মরিয়া।ইআরবিসিসি ক্লাবের সদস্য খাইরুল বশর সায়েম বলেন, ‘‘সাইক্লিং কালচার নিয়ে রাফফানের উচ্চাকাঙ্ক্ষা এবং সক্ষমতাও আমাকে মুগ্ধ করেছে। সাইক্লিং নিয়ে ‘ইআরবিসিসি’ নামে তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন। তরুণ প্রজন্মকে এ পরিবেশবান্ধব বাহন চালনায় উৎসাহী করছেন এবং ইতোমধ্যে সাইক্লিং নিয়ে বেশ কয়েকটি বড় ইভেন্ট আয়োজন করেছেন।তাতে গ্রাম-শহরের সাইকেলচালকরা এসে যোগ দিয়েছেন। মানুষের স্বপ্ন, পরিকল্পনা এবং সাহস যে সবকিছুকে সম্ভব করতে পারে,রাফফান আবার তার প্রমাণ দিয়েছেন।’’রাফফান সাইকেল নিয়ে চকরিয়া এবং পেকুয়া উপজেলা, বান্দরবানের লামা সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন সফলতার সঙ্গে।নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন রাফফান এর মধ্যে বৃক্ষরোপণ উল্লেখযোগ্য।সাইক্লিস্ট মোহাম্মদ রাফফান ও তার সাইকেল বহন করেছে সবুজ-বসবাসযোগ্য সম্ভাবনার পৃথিবীর শান্তিময় বার্তা।সাইকেল দিয়ে আপনার জীবন উপভোগ করুন”

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page