১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু
  • প্রচ্ছদ
  • কৃষি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> চিত্র বিচিত্র >> জাতীয় >> জীবন গল্প >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • রাজনীতির মাঠে পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবতাবাদী দুরদর্শী নেতৃত্ব মোতালেব সিআইপি
  • রাজনীতির মাঠে পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবতাবাদী দুরদর্শী নেতৃত্ব মোতালেব সিআইপি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়ার জননন্দিত নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বনফুল গ্রুপের চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। বহুগুনে গুনান্বিত এ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতির মাঠে পরিচ্ছন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবতাবাদী দূরদর্শী নেতা হিসাবে ইতিমধ্যে নেতা ও কর্মিদের মধ্যে সমাদৃত, প্রশংসিত ও গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। যার সুদক্ষ প্রজ্ঞাময় নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন। উপজেলা প্রশাসনেও এসেছে স্বচ্ছতা ও জবাবদিহীতা। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সরকারী যাবতীয় বরাদ্দের সুষম বণ্ঠন, যারযার ন্যায্য পাওনা নিশ্চিতকরনে তিনি ছিলেন সদা সতর্ক।
    ব্যক্তি জিবনে কঠোর পরিশ্রমী, সৎ ও সফল এ নেতা এলাকার উন্নয়নে, মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক কার্যক্রম, মসজিদ মাদ্রাসায় মোটা আংকের অনুদান সহ দরিদ্র জনগোষ্ঠীর মেয়েদের বিবাহে ব্যক্তিগস তহবিল থেকে অনুদান দিয়ে আর্ত মনবতার কল্যানে কাজ করে চলছেন। সাতকানিয়া লোহাগাড়ার আনাচে-কানাচে উন্নয়ন ও সেবার পদচিহ্ন রয়েছে মানবতার এ ফেরিওয়ালার। নিয়মিত অসহায় মানুষদের খোঁজখবর নিয়ে থাকেন নিজ দায়িত্বে। বিভিন্ন আলোচনায় বক্তৃতায় যার স্পষ্ঠ কথা দয়াময় সৃষ্ঠিকর্তা মানুষকে দুনিয়ায় যে অর্থ সম্পদ দিয়ে থাকেন তার সবকিছুর মালিক সে নিজে নয়। প্রত্যেকের অর্জিত সম্পদে অংশ অংশ করে পাড়া প্রতিবেশী, দরিদ্র জনগোষ্ঠি, অসহায় লোকজন, রাস্ট্রের অংশ থাকে। যারা এটা সঠিকভাবে বুঝতে পারে তারা সফল। দলের সাতকানিয়া লোহাগাড়ার তৃণমূল নেতাকর্মীরা মানবতার বন্ধু, সৎ পরিশ্রমী সফল এ নেতা এম এ মোতালেব সিআইপি’কে আগামীতে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এ নিয়ে হাটে বাজারে পাড়ার চায়ের দোকানে ক্লান্ত অবসরের আড্ডায় চলছে বেশ জোর আলোচনা। যার মধ্যে নাই কোন অহংকার, নাই কোন বিলাসিতা,সাদাসিধে মানুষের মতো জীবনযাপন করেন তিনি। সাতকানিয়া লোহাগাড়ায় বিগত ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষের পাশে শুকনো খাবার নিয়ে অধিকাংশ গ্রাম অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন তিনি। তাঁর এ মানবিক কার্যক্রম ভুক্তভোগী জনগন মনে রেখেছে দিদিপ্যমান উজ্বলতায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে কে হতে পারে সর্বস্তরের কাংখিত নেতা এমন জরীপে শক্ত অবস্থান নিয়ে বারবার উঠে আসে মোতালেব সিআইপি’র নাম। অবশ্য এ ব্যাপারে উদারবাদী এ নেতার সাফ কথা হচ্ছে, কে কখন কোন পর্যায়ের নেতৃত্বে থাকবেন, সেটা নির্ধারন হয়ে থাকে কপালে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাষী জানিয়ে বলেন, দলীয় প্রধান এ এলাকায় নেতৃত্ব দেওয়ার জন্য যাকেই নৌকা প্রতীকের জন্য মনোনয়ন দেবেন তাতেই খুশি। সাধারন জনগনও মনে করেন, এম এ মোতালেব সিআইপির মত উদারমনা মানবতাবাদী নেতা সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ নির্বাচিত হলে মানবতার জয় হবে। এম এ মোতালেব সিআইপি একজন সাধারন শিক্ষকতা থেকে উঠে এসে এখন দেশের শীর্ষ স্থারীয় শিল্প কারখানা বনফুল, কিষোয়ান কোম্পানি সহ প্রায় দেড় ডজন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্নধার। সাতকানিয়া লোহাগাড়ার হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে তাঁরই ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানে।
    শিক্ষাবিধ ও শিক্ষানুরাগী এ নেতা ইতিমধ্যে এলাকায় এমএ মোতালেব কলেজ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। সাতকানিয়া লোহাগাড়ায় স্মরনকালের ভয়াবহ বন্যা পরবর্তি পুনর্বাসনের ঘোষনাও দিয়েছেন ইতিমধ্যে। তিনি প্রতিবছর সরকারি তহবিলের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে বিপুলসংখ্যক দরিদ্র জনগনের মাঝে ইফতার সামগ্রী, ঈদের সময় নগদ টাকা, নতুন জামা ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন। যেকোনো দরিদ্র অসহায় ব্যক্তি কোন আবেদন নিয়ে আসলে তাঁর কাঁছ থেকে খালি হাতে ফিরতে হয়না। তিনি সবাইকে প্রয়োজনানুযায়ী সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি মিডিয়াবান্ধব একজন ব্যক্তিত্ব। সংবাদ কর্মিদেরকে বরাবরই দেশ ও জাতীর কল্যানে এবং সৎ ও সত্য উদ্ঘাটনে উৎসাহ ও অনুপ্রেরনা দিয়ে থাকেন। জননেত্রী শেখ হাছিনাকে তাঁর যোগ্য নেতৃত্বের কারনে আজ বিশ্ব নেতারাও সমীহ করেন ও সম্মান জানান বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বৈশ্বিক সংকটের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে দেশের উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন, সে উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ২০২৪ সালের জানুয়ারীতে যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে নারী পুরুষ সবাইকে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাছিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page