২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • সাতকানিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪
  • সাতকানিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রেস বিজ্ঞপ্তি >>>
    জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ১০নং কেঁওচিয়া ইউপিস্থ জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. হাবিবুল্লাহ(৩২), পিতা-আব্দুস শুক্কুর, মাতা-নুর বেগম,স্থায়ী: গ্রাম- কুতুপালং (শরনার্থী ক্যাম্প-০৬, ব্লক-ই-৩, শেড নং-১৪৫৩৯৪, হেডমাঝি, ইলিয়াছ, সাইড মাঝি- নুর কদর) উপজেলা/থানা- উঁখিয়া, জেলা -কক্সবাজার, ২. হাবিবুর রহমান (৩৯), পিতা-মৃত মান্নান মোল্লা, মাতা-আলেয়া বেগম ,স্থায়ী: (গ্রাম-নাকোল মিয়া পাড়া, ৪নং ওয়ার্ড) উপজেলা/থানা- শ্রীপুর, জেলা –মাগুরাদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৭ আগস্ট, ২০২৩,০০.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-১১, তারিখ- ১৭ আগস্ট, ২০২৩; জি আর নং-২৭৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৩; সময়- ০২.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

    এসআই মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চন্দনাইশ থানার মামলা নং- ২০(২)২১, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। জিআর নং- ৪৭/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মোরশেদ (৩৪) পিতা- আফজল আহমদ, মাতা- জাহানারা বেগম, সাং- নতুন চরখাগরিয়া, দক্ষিণপাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং খাগরিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এএসআই মোঃ নুর নবী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং- ০৩ (০৪)২৩, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড এবং জিআর নং- ১২১/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামী আবদুল মজিদ (১৬) পিতা- মৃত নুরুল ইসলাম মাতা- এলমা খাতুন সাং- নতুন চরখাগরিয়া, দক্ষিণপাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং খাগরিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page