৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • কৃষি >> খুলনা >> চুয়াডাঙ্গা >> জীবন গল্প >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • চুয়াডাঙ্গায় চলছে তাপপ্রবাহ, কমছে গড় বৃষ্টিপাত।
  • চুয়াডাঙ্গায় চলছে তাপপ্রবাহ, কমছে গড় বৃষ্টিপাত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ সজীব উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি >>>

    আকাশজুড়ে ঘন কালো মেঘ ও ঝুমবৃষ্টি থাকার কথা থাকলেও নেই বৃষ্টিপাত। প্রতিবছরই এ জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ কমছে। বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টিপাত না থাকায় তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। মাঝে মধ্যে মেঘের দেখা মিল্লেও বৃষ্টি হচ্ছে না। এমন বিরূপ আবহাওয়ায় আর পেরে উঠছে না জনজীবন। সোমবার (৩১ জুলাই) বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
    চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
    চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, গত ৫ বছরে বর্ষার মৌসুম জুন ও জুলাই মাসে এ জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এ বছর ২৭০ মিলিমিটার। চলতি বছর জুন মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৬ মিলিমিটার ও জুলাই মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৪ মিলিমিটার। ২০২২ সালে এই দুই মাসে এজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২৭০ মিলিমিটার। ২০২১ সালে এই দুই মাসে এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৫৯৭ মিলিমিটার। ২০২০ সালে এই দুই মাসে এজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৭৮৪ মিলিমিটার। ২০১৯ সালে এই দুই মাসে এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩১ মিলিমিটার। ২০১৮ সালে এই দু মাসে এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৫৮৫ মিলিমিটার।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় চলতি বর্ষা মৌসুমে বেশ কয়েকদিন তাপপ্রবাহ অতিবাহিত হয়েছে। গত দুদিন ধরেও মৃদু তাপপ্রবাহ চলছে। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ। এছাড়া গতকাল রবিবার এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দশমিক ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, মৌসুমী বায়ুর নিষ্ক্রিয়তার কারণে এই তাপপ্রবাহ চলছে। আগামী দু-একদিনের ভিতরে মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে। এতে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে তাপমাত্রা কিছুটা কমে আসবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page