১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুশ-ইন বন্ধ করে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশ-ব্যাক করুন : সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ গোয়ালন্দে আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ  বান্দরবানে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এসএসসি পরীক্ষায় পটুয়াখালী  ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে  শিক্ষার্থীরা ফেল। নবীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ বিশ্বমঞ্চে আলোকিত কুমিল্লার সন্তান । মাদ্রাসা থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ইমরান আনসারীকে সংবর্ধনা” পাহাড় ধসের আশঙ্কায় লামার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সব প্রস্তুতি আছে: বিজিবি মহাপরিচালক রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • জীবন গল্প >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • চট্টগ্রামের মেয়ে পাপড়ি ১৬ বছর পর পরিবারকে খুঁজে পেয়েছেন ৷
  • চট্টগ্রামের মেয়ে পাপড়ি ১৬ বছর পর পরিবারকে খুঁজে পেয়েছেন ৷

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ>>>

    ১৬ বছর আগে একদিন সকালে বড় বোনের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যাই মর্জিনা আক্তার পাপড়ি ৷উঠে পড়ে পাশের রেলস্টেশনের একটি ট্রেনে ৷১৬ বছর আগে একদিন সকালে বড় বোনের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যাই মর্জিনা আক্তার পাপড়ি ৷কিছু বুঝে ওঠার আগে পাপড়ি কে নিয়ে ছেড়ে দেয় ট্রেনটি ৷এভাবে আনুমানিক ১২ বছর বয়সে পরিবার থেকে হারিয়ে যায় পাপড়ি ৷কখনো ভাবেনি দীর্ঘ ষোল বছর পর আবার সে খুঁজে পাবে পরিবারকে৷এটি সম্ভব হয়েছে বাংলাদেশ বসবাস করা আমেরিকার এক নাগরিকের জন্য ৷
    সোমবার ৩১ শে জুলাই নগরের আগ্রাবাদ হোটেলের ১৬ বছর আগে হারিয়ে যাওয়া চট্টগ্রামের কাল সূরা এলাকার বাবুল মিয়া ও চেমন আর বেগম দম্পতির চতুর্থ মাইয়া পাপড়ি তুলে দেওয়া হয় তার পরিবারের কাছে ৷এই উপলক্ষে একটি আনন্দ উৎসবের আয়োজন করে বিজয় ইন্টারন্যাশনাল ও সমাজসেবা অধিদপ্ত ৷এতদিন পর পরিবারকে খুঁজে পাওয়া আনন্দে আত্মহারা পাপড়ি বলেন,বোনের সাথে রাগ করে চলে যাই ৷বুঝতে পারিনি এভাবে সবার থেকে হারিয়ে যাব৷যখন সেফহোমে ছিলাম নিজেকে খুব অসহায় মনে হতো৷আমি জানিনা কে আমি,কোথা থেকে এসেছি৷একদিন বার্লিন পরিবারের সাথে পরিচয় হয় ৷তাদের ৫ সন্তানের মত আমাকেও তারা সাত বছর পালন করেন ৷পাপড়ি আরো বলেন ,আমি নিজেই জয়া মায়ের কারণে আজ স্বাবলম্বী হয়েছি৷এছাড়া আমার বাবা-মা ভাই বোন সবাইকে আবার দেখতে পেয়েছি ৷বড় হয়ে জয়া ও জ্যাকব বার্লিনের মত মানবিক মানুষ হতে চান বলে জানান তিনি৷১৬ বছর পর মেয়েকে পেয়ে কান্নায় ভেঙে পড়া চেমন আরা বেগম বলেন, মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকে প্রায় কান্না করতাম৷ ভেবেছিলাম এই জীবনে হয়তো মেয়ের সাথে আর দেখা হবে না ৷মেয়েকে খুঁজে পেয়ে খুবই ভালো লাগছে ৷বিজয় ইন্টারন্যাশনালের সিইও জয়া বার্লিন বলেন,আমি আগে একটি এনজিওতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতাম ৷বাংলাদেশ মূলত আসি এখানের এতিম অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে৷ এসেই ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও নির্বাচন কেন্দ্রে যোগাযোগ করি ৷২০১৬ সালে যেখানেই পাপড়ি সহ অনেকগুলোমেয়েদের সাথে পরিচয় হয় । বার্লিন বলেন,পাপড়ির কষ্টগুলো আমাকে বেশি স্পর্শ করে৷আমি আদালতের মাধ্যমে তাকে আমার প্রতিষ্ঠান বিজয় ইন্টারন্যাশনালে নিয়ে যাই৷পাপড়ির সাথে আমার একটি ভালো সম্পর্ক তৈরি হয়৷পাপড়ি থেকে জানার চেষ্টা করি তার ঠিকানা lতার যা মনে ছিল তা সে বলে৷তারপর তাকে নিয়ে চট্টগ্রাম আসি ৷এভাবে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবারের সন্ধান পায় ৷সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ফরিদপুর সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রের ব্যবস্থাপক এসএম সুজাউদ্দিন রাশেদ জানান,২০১২ সালে একদিন সকালে রাস্তার ধারে বসে কান্না করছিল মেয়েটি তাকে দেখে কিছু পথচারী কি হয়েছে জানতে চাইলেও কিছু বলতে পারেনি সে ৷পরে তা পুলিশকে জানালে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।এরপর আদালতের মাধ্যমে তার স্থান হয় ফরিদপুর সেফহোমে ৷সেখানে দুই বছর থাকার পর উন্নত জীবনের জন্য তাকে পাঠানো হয় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রে ৷সেখানেই তার সাথে পরিচয় আমেরিকান এক নাগরিক জয়া বার্লিন জ্যাকব বার্লিন দম্পতির সাথে৷পাপড়িকে আদালতের মাধ্যমে তারা তাদের প্রতিষ্ঠানে নিয়ে যায় ৷

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page