জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার গেটে কালনা- বেনাপোল মহাসড়কের পাশে সাদী হত্যার বিচারের দাবীতে স্বজনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।২৯ জুলাই শনিবার সকালে কালনা – বেনাপোল মহাসড়কের পাশে মানববন্ধন অংশ নেন সাদীর স্বজনরা। গত ২৫-৬-২৩ তারিখে লোহাগড়া ফিলিং স্টেশনের মালিক সৈয়দ বোরহান উদ্দিনের পাম্পের ম্যানেজার হিসাবে মৃত সাদী কর্মরত থাকাকালীন সময়ে মৃত্যু বরন করেন।মানববন্ধনে সাদীর স্ত্রী তার বক্তব্যে বলেন আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমার স্বামীকে বোরহান সহ ৭/৮ জন শারিরীক নির্যাতন করে হত্যা করেছে। পাম্প মালিক সৈয়দ বোরহান উদ্দিন আমার পরিবারের সকলকে ভয়ভীতি প্রদর্শন করে মামলা করতে দেয় নাই। পরবর্তীতে আমার স্বামী সাদীকে তার গ্রামের বাড়ি বাগেরহাটে দাফন করা হয়। কিন্ত স্বামী হারা বেদনায় এবং স্বামী হত্যার দাবীতে আজ রাস্তায় দাড়িয়েছি ন্যায় বিচারের দাবীতে।আমি গত ১২-৭-২৩ তারিখে নড়াইল আদালতে সাদী হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই যশোরকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবী সঠিক তদন্ত করে আমার স্বামীকে যারা নির্যাতন করে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হউক। এ সময় আরো বক্তব্য রাখেন মৃত সাদীর ভাই মোঃ বাকি বিল্লাহ,সাদীর কন্যা খাদিজা বেগম প্রমুখ।মানববন্ধন শেষে সাদীর স্ত্রী সহ স্বজনরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাধমে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্বারক লিপি প্রদান করেন। তাছাড়া বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ও স্বারক লিপির কপি প্রেরন করেন।
মন্তব্য