সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই ( বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মমি দাস,১ নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজআলি, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার,প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা তুষার পাল, সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, রাজবাড়ী বিওপি ক্যাম্প কমান্ডার মাজেদুর রহমান, শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার রজব আলি,লালাখাল বিওপি ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন,উপজেলা সহকারী প্রানীসম্পদ অফিসার আবু জাহের,প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্হা,যানজট নিয়ন্ত্রণ, সিমান্তে চোরাচালান রোধ,মাদক পাচাররোধ, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে একই স্হানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য