১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সিলেট >> সুনামগঞ্জ >> সোস্যাল মিডিয়া
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৯টি ঘর পুড়ে ছাঁই, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে ১ জনের মৃত্যু
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৯টি ঘর পুড়ে ছাঁই, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে ১ জনের মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি

    সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসত ঘরসহ গবাদিপশু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় আমরোজ মিয়া(৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সোমবার ভোররাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দী হাজি বাড়ীতে বিদ্যুৎতের শর্টসার্কিক থেকে আগুনের সূত্রপাট ঘটে এবং নিমিশেই এইবাড়িতে ছড়িয়ে পড়ে । এই ভয়াবহ অগ্নিকান্ডের লেলিহান শিখায় আশপাশের বাড়ির লোকজনের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়ির বসতঘর,গোয়ালঘরসহ ৯টি বসত ঘর, গরু ছাগল,হাঁস, মুরগী ও জরুরী কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৭৫ লাখ টাকা হবে বলে জানা যায়।আগুন লাগা ঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে মোঃ আমরোজ মিয়া(৫৫) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি চিকারকান্দি গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ।খবর পেয়ে তাৎক্ষণিক শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২/৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততোক্ষনে পুরো বাড়ির বসতঘর,গোয়ালঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন গ্রামের তারিছ মিয়া, শাবাজ মিয়া, ছমরু মিয়া, রিপন মিয়া, আহাদ মিয়া, আব্বাস মিয়া, সিতার মিয়া, সুজাত মিয়া ও নিহত আমরোজ মিয়ার বসত ঘর। তাদের আসবাবপত্র, গরু,হাঁস মুরগী ধান, চাউলসহ ও জরুরী কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।ফায়ার সার্ভিস দল ও স্থানীয়দের ধারণা বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে মনে করেন তারা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ তারিছ মিয়া বলেন অগ্নিকান্ডে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম । আমাদেও বেচেঁ থাকার স্বপ্নঁ ভেঙ্গে চুরমার হয়ে গেল। তারা সরকারের সকল ধরনের সহযোগিতা কামনা করছেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিসান রহমান নাবিক বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২/৩ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্র সহ ৯টি ঘর, গবাদিপশু, ধান, চাল পুড়ে ছাঁই হয়ে গেছে । এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা তার । এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন লোক ওমারা গেছেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। তবে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। ##

    কুলেন্দু শেখর দাস
    সুনামগঞ্জ প্রতিনিধি
    ২৪.০৭.২০২৩

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page