মো: আরমান (বাঁশখালী)
বাঁশখালীর সড়ক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন,আজ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় বাঁশখালী চেচুরিয়া পুরাতন ব্রিকফিল এসকেবি ক্লাবের সামনে এক সিএনজি ব্রেকপিল করে জমিনে পড়ে যায়,ওখানে থাকা ৩জন যাত্রীর মধে একটা ছোট ৬ বছরের মেয়ে নাম মারুফা আক্তার কোভ গুরুতরুভাবে আহত হয়, তাকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়,আর আহত ব্যাক্তি হাফেজ মাওলানা শফিউল আলম জিহাদী পেকুয়া সদর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর একজন বাসিন্দা,দুর্ঘটনা স্তান থেকে মাওলানা শফিউল আলম জিহাদী সাহেব কে বাঁশখালী মেডিকেল এ আনলে ওখানে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহহি ওয়াইন্না ইলায়হি রাযিওন)
মন্তব্য