সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট>>
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কে দরবস্ত শ্রিখেল পল্লীবিদ্যুৎ সমিতি সংলগ্ন স্হানে গত ৭ ই জুলাই রাত ১০ ঘটিকার সময় বাস ইজিবাইকের উপর চাপায় পড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৫ জন ব্যাক্তির পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দূর্ঘটনার পরেরদিন সিলেট জেলা প্রশাসক মো মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পাঁচ পরিবারের সদস্যদের দাফন কাফন ও আনুষাঙ্গিক খরচ বাবদ জনপ্রতি ২০০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।এরই ধারাবাহিকতায় ১১ ই জুলাই( মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম তার নিজ কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে ২০০০০টাকা করে জনপ্রতি মোট এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় নিহত পরিবারের সদস্যদের পাশাপাশি ৪ নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সেদিনের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ইজিবাইকের পাঁচ যাত্রী হলেন,বড়খলা গ্রামের মো মোশদ আলি(৫০),শ্রীখেল গ্রামের হাজী নূরউদ্দিন (৫৫),বারগাতি গ্রামের আব্দুল লতিব(৫০),ফরফরা গ্রামের কামাল আহমদ (২৫) ও দিঘিরপাড়ের আবদুল মতিন(৪৫)। পরেরদিন ৮ ই জুলাই বেলা ১১ ঘটিকায় দরবস্ত শাহী ঈদ গাঁ মাঠে হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহণে চারজনের জানাযা এবং বিকেলে দরবস্ত বাজার মসজিদে আবদুল মতিনের জানাযা অনুষ্ঠিত হয়।
মন্তব্য