বদরুল ইসলাম নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জের প্রবীন জন নেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক প্রয়াত জননেতা এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এঁর ৫ম মৃত্যু বার্ষিকী আগামীকাল ২৮ নভেম্বর মঙ্গলবার৷এ উপলক্ষে হবিগঞ্জ শহর সহ মরহুমের জন্মস্থান নবীগঞ্জের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া গ্রামের বাড়িতে
পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত হাফিজখানা ও মাদ্রাসা সহ নবীগঞ্জের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে৷
এডঃ জনাব, মোঃ আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে হবিগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হন, ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন, তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন রোগ ভোগের পর ২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার একমাত্র ছেলে এডঃ সুলতান মাহমুদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। উনার ১ মেয়ে লন্ডনে এবং ৪ মেয়ে আমেরিকায় বসবাস করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন তিনির সুযোগ্য উত্তরসূরী জননেতা এডভোকেট সুলতান মাহমুদ ও তাঁর পরিবার বর্গ।
মন্তব্য