৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২ কোটা আন্দোলনে নিহত শহীদ আবু বক্কর সিদ্দিক শিবলুর পরিবারকে ছাত্রদলের নগদ অর্থ প্রদান। নড়াইলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দখলদারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ছাত্রজনতা: ভিপি নুর। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা নবীগঞ্জে পূর্ব শত্রুার জেরধরে দু:পক্ষের সংঘর্ষে আহত- ১৫, নিহত-১ কুড়িগ্রামে সমন্বয়কের ওপর হামলা করায়,দুই যুবদল নেতা বহিষ্কার সিলেট নগরী থেকে ১টি বিদেশী পিস্তল সহ তাঁজা ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে সিলেট র‌্যাব-৯ ফরিদপুরের সালথায় হত্যার বদলায় হত্যা,বাড়িঘর ভাঙ্গচুর লুটপাটের অভিযোগ  নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৭ শিক্ষার্থী নিহত বন্যার্তদের জন্য প্রবাসীদের আমানত সফল ভাবে পৌছেদিলো মিলান বাংলা প্রেসক্লাব ইতালি ও ইকরা ইসলামিক একাডেমী চট্টগ্রামের মেয়ে-সারারা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সর্বউচ্চ বৃত্তি নিয়ে ফ্রান্স ইউনিভার্সিটিতে ভর্তির উদ্দেশ্যে আগমন। ক্ষমতায় গেলে গুম রোধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে: ধর্ম উপদেষ্টা ভারতের সঙ্গে দরকষাকষি করতে প্রয়োজন নির্বাচিত সরকার: সালাহউদ্দিন সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে
  • সামছেল মোল্লা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • সামছেল মোল্লা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এস এম আলমগীর হোসেন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ>>>

    ভাঙ্গায় সামছেল মোল্লা হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। আজ দুপুরে ভাঙ্গা-সদরপুর সড়কের মানিকদহ বাজারে এ মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে নিহতের বৃদ্ধ মা সাফিয়া বেগম অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিত ভাবে আসামিরা হত্যা করেছে। সে জমি বিক্রির সাড়ে ৩ লাখ টাকা আনতে পুখুরিয়া বাসষ্ট্যান্ডে গেলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন স্থানীয় ফরিদ শেখ, সজল তালুকদার, জাহিদ ব্যাপারী, পাবেল মীর, আকতার মীরসহ ২০/৩০ জন। পরে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তার ছেলের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় আসামীরা । প্রকৃত ঘটনার তদন্তসহ একটি সুষ্ঠু বিচারের দাবিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নিহত সামছেল মোল্লার ১ম স্ত্রী ঝর্না বেগম বলেন, আমার ৪টি সন্তানকে যাহারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই। আমি প্রথমে ভাঙ্গা থানায় মামলা করতে যাই, কিন্তু অভিযোগপত্রে দোষী কয়েকজনের নাম বাদ না দেওয়ায় পুলিশ আমার মামলা নেয়নি। পরে আমি ফরিদপুর কোর্টে গিয়ে ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। মামলা নম্বর ভাঙ্গা সিআর ১৮৩/২৩। তারিখ ২৫/৪/২০২৩। ২য় স্ত্রী বেবী বেগম বলেন, আমার ১ বছরের ১টি সন্তান রয়েছে। এই শিশু সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে আজ বাবা হারা হয়েছে। তার বাবার মৃত্যুর জন্য যারা দোষী, আমি তাদের ফাঁসি দাবি করছি। সামছেলের হত্যা মামলার বাদি ভাঙ্গা থানার এসআই অপূর্ব কুমার জানায়, সামছেলের মা ও ২ জন স্ত্রী থাকার কারনে তখন ৩ জনই বাদি হতে চায়। তাই তাদের পরিবারিক সমস্যার কারনে পরে, আমি (পুলিশ) গত ২২ এপ্রিল বাদি হয়ে ১০০/১২০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করি। ভাঙ্গা থানা মামলা নং ৪০, তারিখ ২২/৪/২৩। পরে জানতে পারি, নিহতের পরিবার আদালতে আরেকটি মামলা করেছে। এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু জজ আদালতের পিপি দুলাল চন্দ্র সরকার জানান, একই হত্যার ঘটনার ২টি মামলা হলে ২টি তদন্ত হবে। কিন্তু জটিলতা ও সমস্যা সৃষ্টি হতে পারে। যখন আলাদা আলাদা তদন্ত রিপোর্ট আসবে। পরে ২টি মামলা এক সাথে চালাবে আদালত। উল্লেখ্য, চলতি বছরের গত (১৬ এপ্রিল) রাতে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসষ্ট্যান্ডে ছেলে ধরা সন্দেহে সামছেলকে পিটিয়ে ও কুপিয়ে নির্মম ভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এক সপ্তাহ পর পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ১০০/১২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন । একই ঘটনায় ১১ দিন পর নিহতের স্ত্রী ঝর্না বেগম বাদি হয়ে ফরিদপুর আদালতে ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    বন্যার্তদের জন্য প্রবাসীদের আমানত সফল ভাবে পৌছেদিলো মিলান বাংলা প্রেসক্লাব ইতালি ও ইকরা ইসলামিক একাডেমী
    চট্টগ্রামের মেয়ে-সারারা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সর্বউচ্চ বৃত্তি নিয়ে ফ্রান্স ইউনিভার্সিটিতে ভর্তির উদ্দেশ্যে আগমন।
    কাঞ্চনা ইউনিয়নে রাস্তা মেরামতের কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা
    দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
    সেনাবাহিনীর উপস্থিতিতে কক্সবাজার নার্সিং মিডওইফারি কলেজের উদ্ভুত পরিস্থিতির সুরাহা
    আমিলাইষে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিলো দূর্বৃত্তরা
    ৫ আগষ্টে ফেবু যে পুলিশ আন্দোলনকারীদের গুলি করার হুমকি দিয়েছে,এখন সে নিজেই পুলিশ হেফাজতে
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    You cannot copy content of this page