চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ০১ বছরের জিআর সাজা প্রাপ্ত-০১ জন, ০১ বছরের সিআর সাজা প্রাপ্ত-০১ জন, জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ জন, নিয়মিত মামলায় ০১ জন সহ সর্বমোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে ৷
জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) ভক্ত চন্দ্র দত্ত, এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দায়রা নং-২২১২/১৭, সিআর নং-১২৯৯/১৬ এর ০১ বছর সিআর সাজা প্রাপ্ত এবং সিআর মামলা নং- নং-১৯৩/১৯ (চন্দনাইশ), ধারা-এন.আই এ্যাক্ট আইনের ১৩৮, সিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী মোঃ সাইফুদ্দিন (৩৪), পিতা-আইয়ুব আলী, প্রোপাইটর মুক্তা এন্টার প্রাইজ, গ্রাম-মধ্যম দুরদুরী, ডাকঘর-দুরদুরী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এসআই(নিরস্ত্র) এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-০৯(৪)২০১৩, জিআর নং-৬৪/২০১৩, টি-৭৩৯/১৭, ধারা-৩৩২/৪২৭ পেনাল কোড এর ০১ বছর জিআর সাজা ও ৫০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ আলমগীর (৩৯), পিতা-নুরুল হক, গ্রাম-তালগাঁও, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ আল আমিন(ঢেমশা) সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার মামলা নং-০১(০৯)২০, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৫৪/৫০৬ পেনাল কোড, জিআর নং-১৮৭/২০ এর আসামী মোঃ রাসেল (২৯), পিতা-মোহাম্মদ হারুন, সাং-আলমগীর পাড়া, ৪নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এসআই মোঃ আবুল খায়ের, এএসআই মোঃ আল আমিন(ঢেমশা) সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর গ্রেফতারী পরোয়ানা-২টি ১। সাতকানিয়া থানার মামলা নং-০১(০৯)২০, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/ ৩৫৪/৫০৬ পেনাল কোড, জিআর নং-১৮৭/২০, ২। সাতকানিয়া থানার মামলা নং-২৫(০৮)২১, ধারা- ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড এর আসামী মোঃ রাসেল (২৯), পিতা-মোহাম্মদ হারুন, সাং-আলমগীর পাড়া, ৪নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-৩২/২০২০(সাতকানিয়া), ধারা-এন.আই এ্যাক্ট আইনের ১৩৮, সিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী জয়নাব বেগম (৩৫), স্বামী-এনামুর হক, পিতা-রমজু মিয়া, সাং-ফকির পাড়া, উত্তর ঢেমশা, ৬নং ওয়ার্ড, ডাকঘর-ঢেমশা-৪৩৮৬, ঢেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এএসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া দায়রা-৪৩৭৩/১৬, বায়েজিদ বোস্তামি ২০(৭)১৫, জিআর-২২২/১৫, ধারা-৩৮৫ পেনাল কোড জিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী মোঃ আবুল খায়ের (৪২), পিতা-মৃত ইসহাক মিয়া, সাং-চর খাগরিয়া, মহাজন পাড়া বদনা বড় বাড়ী, খাগরিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এএসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া পারী জারী মামলা নং২/২০২২ সিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী আবদুল ï°zi প্রকাশ মোঃ আবদু ï°zi (৩৯), পিতা-মৃত আব্দু ছমদ, সাং-কেওচিয়া, ৩নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এসআই এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানয়িা থানার এফআইআর নং-১৯, তারখি- ১৭/০৭/২০২৩; ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধতি ২০২০ এর আসামী কামরুন নাহার (৩৫), স্বামী-মোহাম্মদ আলম প্রঃ নুরুল আলম, সাং-সুইপুরা, ০৯নং ওর্য়াড, ০১নং চরতী ইউপি, থানা-সাতকানয়িা, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য