১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম’র যোগদান নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর।
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • সাতকানিয়া পুলিশি অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ০৮ আসামি গ্রেফতার
  • সাতকানিয়া পুলিশি অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ০৮ আসামি গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ০১ বছরের জিআর সাজা প্রাপ্ত-০১ জন, ০১ বছরের সিআর সাজা প্রাপ্ত-০১ জন, জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ জন, নিয়মিত মামলায় ০১ জন সহ সর্বমোট ০৮ জন আসামী গ্রেফতার  করা হয়েছে ৷
    জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) ভক্ত চন্দ্র দত্ত, এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দায়রা নং-২২১২/১৭, সিআর নং-১২৯৯/১৬ এর ০১ বছর সিআর সাজা প্রাপ্ত এবং সিআর মামলা নং- নং-১৯৩/১৯ (চন্দনাইশ), ধারা-এন.আই এ্যাক্ট আইনের ১৩৮, সিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী মোঃ সাইফুদ্দিন (৩৪), পিতা-আইয়ুব আলী, প্রোপাইটর মুক্তা এন্টার প্রাইজ, গ্রাম-মধ্যম দুরদুরী, ডাকঘর-দুরদুরী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।

    এসআই(নিরস্ত্র) এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-০৯(৪)২০১৩, জিআর নং-৬৪/২০১৩, টি-৭৩৯/১৭, ধারা-৩৩২/৪২৭ পেনাল কোড এর ০১ বছর জিআর সাজা ও ৫০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ আলমগীর (৩৯), পিতা-নুরুল হক, গ্রাম-তালগাঁও, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।

    এএসআই মোঃ আল আমিন(ঢেমশা) সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার মামলা নং-০১(০৯)২০, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৫৪/৫০৬ পেনাল কোড, জিআর নং-১৮৭/২০ এর আসামী মোঃ রাসেল (২৯), পিতা-মোহাম্মদ হারুন, সাং-আলমগীর পাড়া, ৪নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এসআই মোঃ আবুল খায়ের, এএসআই মোঃ আল আমিন(ঢেমশা) সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর গ্রেফতারী পরোয়ানা-২টি ১। সাতকানিয়া থানার মামলা নং-০১(০৯)২০, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/ ৩৫৪/৫০৬ পেনাল কোড, জিআর নং-১৮৭/২০, ২। সাতকানিয়া থানার মামলা নং-২৫(০৮)২১, ধারা- ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড এর আসামী মোঃ রাসেল (২৯), পিতা-মোহাম্মদ হারুন, সাং-আলমগীর পাড়া, ৪নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-৩২/২০২০(সাতকানিয়া), ধারা-এন.আই এ্যাক্ট আইনের ১৩৮, সিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী জয়নাব বেগম (৩৫), স্বামী-এনামুর হক, পিতা-রমজু মিয়া, সাং-ফকির পাড়া, উত্তর ঢেমশা, ৬নং ওয়ার্ড, ডাকঘর-ঢেমশা-৪৩৮৬, ঢেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এএসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া দায়রা-৪৩৭৩/১৬, বায়েজিদ বোস্তামি ২০(৭)১৫, জিআর-২২২/১৫, ধারা-৩৮৫ পেনাল কোড জিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী মোঃ আবুল খায়ের (৪২), পিতা-মৃত ইসহাক মিয়া, সাং-চর খাগরিয়া, মহাজন পাড়া বদনা বড় বাড়ী, খাগরিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এএসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া পারী জারী মামলা নং২/২০২২ সিআর গ্রেফতারী পরোয়ানা-১টি এর আসামী আবদুল ï°zi প্রকাশ মোঃ আবদু ï°zi (৩৯), পিতা-মৃত আব্দু ছমদ, সাং-কেওচিয়া, ৩নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এসআই এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানয়িা থানার এফআইআর নং-১৯, তারখি- ১৭/০৭/২০২৩; ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধতি ২০২০ এর আসামী কামরুন নাহার (৩৫), স্বামী-মোহাম্মদ আলম প্রঃ নুরুল আলম, সাং-সুইপুরা, ০৯নং ওর্য়াড, ০১নং চরতী ইউপি, থানা-সাতকানয়িা, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page