২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৪
  • সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৪

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রেস বিজ্ঞপ্তি>>> জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকার জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. মোঃ পারভেজ মন্ডল(২৫), পিতা-মৃত জিল্লুর রহমান , স্বামী/স্ত্রী১৩নং ওয়ার্ড, পৌরসভা ,স্থায়ী: গ্রাম- গন্ডগ্রাম (মিয়াপাড়া) , উপজেলা/থানা- শাজাহানপুর, জেলা -বগুড়া, বাংলাদেশ ২. শ্রী খোকন চন্দ্র সরকার(২৮), পিতা-শ্রী মানিক চন্দ্র সরকার, মাতা-শ্রীমতি অনিতা রাণী ,স্থায়ী: (সাং-বড় বেলাইল হিন্দুপাড়া), উপজেলা/থানা- বগুড়া সদর, জেলা –বগুড়া দের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২৩ আগস্ট, ২০২৩,০১.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার ,এফআইআর নং-২০, তারিখ- ২৩ আগস্ট, ২০২৩; জি আর নং-২৮২, তারিখ- ২৩ আগস্ট, ২০২৩; সময়- ০৪.২০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

    এসআই নাহিদ আহাম্মদ সবুজ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং- ৩৩(১০)২২, জিআর-৩৫৩/২২ ধারা- ৩৭৯/৩৮০/৪১৩ পেনাল কোড। প্রসেস নং-৩৩৩৫/২৩, তারিখ- ২০/০৮/২০২৩ইং এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ নাছির, পিতা- বদন সওদাগর, মাতা- মমতাজ বেগম, সাং- সাইরতলী পাড়া, ২নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

    এএসআই মহি উদ্দিন মানিক সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং- ৩৩(১০)২২, জিআর-৩৫৩/২২ ধারা- ৩৭৯/৩৮০/৪১৩ পেনাল কোড এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মোরশেদ (২৮), পিতা- বদন আলী, সাং- ডিলার পাড়া, ১নং ওয়ার্ড,
    থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page