উপজেলা প্রতিনিধি,অসীম চন্দ্র দাস >>> ব্রাহ্মণবাড়ীয়া,সরাইল উপজেলা ৯নং শাহজাদাপুর ইউনিয়নের অবহেলিত ঐতিহ্যবাহি গ্রাম শাহজাদাপুর। অবহেলিত গ্রাম শাহজাদপুর মানুষের স্বপ্ন ধীরগতিতে কোন দিকে এগোচ্ছে এবং পাশা পাশি রাস্তার কাজের মান যেমন টা হওয়ার উচিত, তেমন টা হচ্ছে না প্রশ্ন সাধারণ মানুষের। ঘটনা সূত্রে জানা যায় যে শাহজাদাপুরে যে রাস্তা টির কাজ চলমান থাকায় বর্তমানে সেখানে দিয়ে গাড়ি চলাচল বন্ধ। কিন্তু সেখানে রাস্তা টির কাজ যে গতিতে চলার কথা বা কাজ যে গতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা তা হচ্ছে না। আগে তুলনায় এখন ধীর গতিতে এগোচ্ছে এবং পাশা পাশি কাজের মান ভালো না। সময় আর কম খরচে জন্য রাস্তা টি কাজের গুনগত সম্পন্ন মালা, মাল দিয়ে রাস্তা কাজ করার কথা। কিন্তু তারা তা উল্টো করছে।বিস্তারিত জানতে চাইলে ভিডিও টা দেখে না টেনে,,,,,,,,,,,এই বিষয় সমাধান কি জানতে চাইলে শাহজাদাপুর সাধারন মানুষ বলেন, রাস্তার কাজের মান, যেমন টা হওয়ার উচিত তেমন টা হচ্ছে না এবং এর কাজ ধীরগতিতে হচ্ছে। তাই আমরা আমাদের স্বপ্ন দেখা রাস্তা টি যেন মজবুত, সুন্দর হয়।এই জন্য ঊধ্বর্নতনী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি।সঠিক তদন্ত করে রাস্তাটির কাজ ভালো মানের এবং যত দ্রুত সম্ভব কাজ শেষ করার জন্য অনুরোধ করছি।
মন্তব্য