২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • রেলের পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন
  • রেলের পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> পাহাড় ধ্বসে মৃত ২ জনের পরিবারকে জেলা প্রশাসনের ৫০,০০০/- আর্থিক সহায়তা ২৫০ জনকে পাহাড় থেকে অপসারণ, ৪০টি স্থাপনা উচ্ছেদ আজ ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনির পাশের পাহাড়ে দুপুর ২:৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক((রাজস্ব) ও পাহাড় ব্যবাস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ কামালের নেতৃত্বে জেলা প্রশাসন চট্টগ্রামের ০৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, রাজিব হোসেন ও মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।অভিযানে পাহাড় কেটে পাহাড়ের কোল ঘেষে অবৈধভাবে গড়ে তোলা ৪০ টি ঘর ভেঙ্গে দেওয়া হয় এবং অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়।অভিযানের সময় সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়র মহোদয়ের একান্ত সচিব, রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।স্থানীয় তদন্তে জানা যায় রেলওয়ের চৌকিদার আব্দুল খালেক এ পাহাড় কাটার সাথে জড়িত। এ সংক্রান্ত একটি ভিডিও জেলা প্রশাসনের কাছে আছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ফৌজদারী মামলা করা হয়েছে।আজ সকালে ৭ ঘটিকায় আব্দুল আউয়াল (৩৫ বছর) ও তার ০৮ মাসের শিশু কন্যা পাহাড় ধ্বসে মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল মৃতের পরিবারকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) সরকারি অনুদান প্রদান করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছে্দের নির্দেশনা প্রদান করেন।প্রবল বর্ষনের কারনে যেকোন সময় পাহাড় ধ্বসের আশঙ্কা থাকায় জেলা প্রশাসন চট্টগ্রাম সতর্ককরণের লক্ষ্যে নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page