১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভূমি মানব জীবনের মাদারবোর্ড তুমব্রু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবে রুপ নিচ্ছে: মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত উখিয়ায় অপহ্নত ৪ জেলের ৫ মাসেও সন্ধান মিলেনি:পরিবারে স্বজনদের আহাজারী! আমরা ধর্ম চর্চা করবো,কারো প্রতি বিদ্ধেষ করবোনা-উখিয়ায় ধর্ম উপদেষ্টা ড.খালিদ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার,গ্রেপ্তার ৪ ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের। ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশ সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। ৫৩ বিজিবির অভিযানে মনাকষা সীমান্তে ১০ ভারতীয় গরু আটক জামায়াত ইসলামী কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • খুলনা >> খুলনা >> জাতীয়
  • রূপসায় উত্তপ্ত হচ্ছে নির্বাচনের ভোটের মাঠ
  • রূপসায় উত্তপ্ত হচ্ছে নির্বাচনের ভোটের মাঠ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এইচ এম রোকন, খুলনা  >>>  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রূপসায় কর্মী-সমর্থকদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা।সেই সাথে উত্তপ্ত হচ্ছে নির্বাচনের রূপসার ভোটের মাঠ।রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এই তিন উপজেলা নিয়ে সংসদীয় আসন খুলনা -৪এ আসনে এবার নৌকার প্রার্থী হয়েছেন সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মূর্শেদী। যিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে এবার ৩য় বারের মত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।তবে এ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এস এম মোর্ত্তজা রশিদী দারা।এসএম মোর্ত্তজা রশিদী দারা খুলনা ৪ আসনের সাবেক এমপি,ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার আপন ছোট ভাই। তিনি কেটলি প্রতিক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।যদিও এ আসনে জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী ঐক্যজোট ও বিএনএম প্রার্থীরা রয়েছেন। তবে ভোটাররা মনে করছেন এ আসনে মূল লড়াই হবে নৌকার সাথে কেটলি প্রতীকের।মূলত এই দুই প্রার্থীর মুখোমুখি লড়াইয়ে এবার খুলনা-৪ আসনের নির্বাচন জমজমাট হবে বলেও মনে করছেন তারা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে রূপসায় ভোটের আমেজ। পাড়া মহল্লায় উঠেছে নির্বাচনী ঝড়।এলাকার বিভিন্ন হাটবাজারে জনসভা, গণসংযোগ, সমাবেশ আয়োজনসহ পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাচ্ছেন যার যার প্রার্থীদের কর্মী-সমর্থকরা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব তারা। তবে এরমধ্যে নৌকার প্রার্থীদের প্রচারণাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।স্বতন্ত্র প্রার্থী দারা তার ভাই মরহুম এস এম মোস্তাফা রশিদী সুজার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার অনুসারীদের নিয়ে নির্বাচনে নেমেছেন।

    অপরদিকে আব্দুস সালাম মূর্শেদী জনগণের ভোটে বার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দীর্ঘ সময় ধরে তিনি জনগনের কাছে যেতে পেরেছেন।বিশেষ করে তৃণমূল নেতা কর্মী ও সাধারণ ভোটারের মনে নিজেকে ঠাই করে নিয়েছেন।তাই জনপ্রিয়তার দিক থেকে তিনিও এগিয়ে রয়েছেন।
    ভোটারদের মধ্য আলোচনা হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা (কেটলি প্রতীক) হাড্ডাহাড্ডি লড়াই হবে।যে কারনে এসব বিষয় নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা।
    ফলে ভোটযুদ্ধে জয়লাভ করতে হলে টেক্কা দিতে হবে একে -অপর প্রার্থী কে। নির্বাচন সামনে রেখে নানা কৌশলে সভা, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন,দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর সমর্থকদের দাবি, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দুইবারের সফল সংসদ সদস্য তার নির্বাচনী আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। এ ছাড়াও আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রেখেছেন।ইতিমধ্যে তিনি শান্তি প্রিয় মানুষের প্রিয় ভাজন হয়েছেন। তাই জনগন আবারো তাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। অপরদিকে ভাইয়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে দাবি এস এম মোর্ত্তজা রশিদী দারার অনুসারীদের। নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হলে সাধারণ ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা জয়লাভ করবেন এবং তাঁকে ঠেকাতে পারবেন না বলে দাবি তাঁর সমর্থকদের।তবে
    নির্বাচনের মাঠে সাধারণ ভোটারদের মাঝে যিনি ভোট পেতে শক্তি-সামর্থ্য ও কৌশলের রসায়ন ঘটাতে পারবেন ভোটের পাল্লা তারই ভারি হবে। এ ছাড়াও এই আসনে যিনি প্রান্তিক ভোটার সহ নবীন ভোটারদের সমর্থন পাবেন তিনিই জয়ের মালা বরন করবেন বলে মনে করেন সচেতন মহল।
    যে কারনে
    নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বেশ আগেভাগেই ভোটের মাঠে প্রচারে নেমেছেন। দলের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং অধিকাংশ ইউপি চেয়ারম্যান তার সমর্থনপুষ্ট হওয়ায় তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
    অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারার সমর্থকরা বসে নেই। প্রতীক বরাদ্দের পর হতেই তারাও তাদের সর্বোচ্চ প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।এখন শুধু ভোট পর্যন্ত অপেক্ষা করার পালা।কার গলায় অলংকৃত হবে বিজয়ের মালা।
    রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোর্শেদুল আলম বাবু জানান,পারিবারিকভাবেই আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।মূলধারার আওয়ামীলীগ যারা করেন তারা কখনোই নৌকার বাইরে যাবেন না।
    জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন। যতই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনই হোক, জয় নৌকারই হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page