রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছায়ানটের সমন্বিত সাংস্কৃতিক আয়োজন শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ।উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দেশের সাংস্কৃতিক পরিমন্ডলে ছায়ানটের অবদান অনেক। তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশে মুক্ত সংস্কৃতি চর্চার বিকাশ ঘটিয়ে চলেছে। এ বিশ্ববিদ্যালয়ে তাদের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। মুক্ত সাংস্কৃতির এ সমন্বিত প্রয়াস অব্যাহত থাকবে এ প্রত্যাশা করেন তিনি।উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দেশের সাংস্কৃতিক পরিমন্ডলে ছায়ানটের অবদান অনেক। তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশে মুক্ত সংস্কৃতি চর্চার বিকাশ ঘটিয়ে চলেছে। এ বিশ্ববিদ্যালয়ে তাদের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। মুক্ত সাংস্কৃতির এ সমন্বিত প্রয়াস অব্যাহত থাকবে এ প্রত্যাশা করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমূখ এবং ছায়ানটের নির্বাহী সভাপতি অধ্যাপক সারোয়ার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক লাইসা আহমদ লিসা।এদিকে বিশ্ববিদ্যালয়ের ঈসমাইল হোসেন সিরাজী ভবনে সকাল থেকে সঙ্গিত, পাঠ-আবৃত্তি প্রশিক্ষণ, নৃত্যকলায় প্রশিক্ষণ, আঁকা-গড়ায় প্রশিক্ষণ ও ব্রতচারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আগামীকাল শেষ পর্বে ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই’ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
মন্তব্য