মুরাদুল ইসলাম মুরাদ রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>>>
রাজিবপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনোয়ারুল মাস্টার তার নিজ বাড়িতে সকাল ৭ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী,তিন ছেলে, দুই মেয়ে রেখে যান।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব . মনোয়ারুল মাস্টারের জানাযা নামাজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে নামাজ শেষে সকল উপস্থিত মুসুল্লিগণ বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চক্কু,ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান শফিউল আলম সহ আর অনেকে।তার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তালতলা কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য