মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চিফ,রাজশাহী >>> পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন।গতকাল শনিবার ২২ শে মার্চ সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের রহমানিয়া নূর নূরানী একাডেমি ও পারিলা হাফিজিয়া কাওমি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের হাতে ৭০ গজ কাপড় ও জুব্বা বানানোর টাকা তুলে দেয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ শামীম মাহমুদ,সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান,বিএনপি নেতা আলী হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম সহ প্রমুখ।দুর্গাপুর পুঠিয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও নগত অর্থ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রহমানিয়া নূর নূরানী একাডেমি ও পারিলা হাফিজিয়া কওমি মাদ্রাসায় পোশাক বিতরণ করা হয়েছে। নতুন কাপড় পেয়ে তারা অত্যন্ত খুশি।
মন্তব্য