নুর ইসলাম নোবেল,ষ্টাফ রিপোর্টার,রংপুর >>> রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাস-এর আহ্বায়ক মো. জাহানুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মো. কোরবান আলী, যুগ্ম আহ্বায়ক মো. নাজির হোসেন ফারুক, ছাকিউল ইসলাম, মো. শাহাজাহান, মো. হালিম বাদশা ও রানু মিয়া।আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন।আলোচনা সভা শেষে এক হৃদয়গ্রাহী পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার করেন, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জাসাস শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। ভবিষ্যতে দলীয় আদর্শকে ধরে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।ইফতার শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জাসাসের উপজেলা কমিটির অন্যান্য নেতাকর্মী ও সদস্যরাও উপস্থিত ছিলেন।এই আয়োজনের মধ্য দিয়ে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি হয় বলে মনে করেন একটি নেতৃবৃন্দ।
মন্তব্য