মোংলা প্রতিনিধি>>> বাগেরহাটের মোংলা উপজেলা চিলা ইউনিয়নের বৈদ্যমারি থেকে পাঁচ কেজি ওজনের ৯ফুট দৈর্ঘ্যের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে ভিটিআরটি, সিপিজি ও বনবিভাগের সদস্যরা সোমবার (২৩ সেপ্টেম্বর) সকল ৯টায় বৈদ্যমারি চিনির ব্রিজ এলাকা থেকে ৯ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদ্বর্শী স্থানীয় বাসিন্দা ঘের মালিক বাহাদুর সাপটি দেখে বনবিভাগকে খবর দেয় খবর পেয়ে বৈদ্যমারি টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, ভিটিআরটি নান্টু ও সহযোগী শুকুর আলী বৈদ্যমারি চিনির ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সকাল ১০টায় সুন্দর বনের গহীনে অবমুক্ত করা হয়।এ বিষয়ে স্থানীয় বৈদ্যমারি টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে আমাদের আওয়াতাধীন সুন্দর বনের গভীর জঙ্গলে অবমুক্ত করি।হয়তবা সাপটি খাবারের সন্ধানে লোকালয় চলে এসেছে।এধরনের সাপ যদি কেউ দেখতে পান তাহলে আমাদের খবর দিবেন আমরা উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে দিব।
মন্তব্য