আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজারের ক্রাইমজোন খ্যাত মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।ওই সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।রোববার সকাল ১০ টায় কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদের নেতৃত্বে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে ৪টি অস্ত্রসহ সাজেদ (২৬) নামের একজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাজেদ ওই এলাকার শুক্কুর আলির ছেলে।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি থ্রী জি রাইফেল, একটি দু’নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে। মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য