মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর রংপুর।
আমি আমার মতো চলি
আমি সত্যের মধ্যে বলি
ন্যায় অন্যায় দেখলেই
সঠিক উত্তর কথা বলি।
পক্ষ বিপক্ষে না নিয়ে
সময়ই সত্য কথা বলি
আমার কষ্ট হলেও আমি
সবসময় সত্য পথেই চলি।
দোষটা আমার যাই করি
যা কিছু বলিনা কেন
ধৈর্য সাহস ইচ্ছে শক্তিতে
সবকিছু প্রকাশ করে চলি।
আমি কাজে করিনা ভয়
সত্যের পক্ষে হবেই জয়
করিনা কাউকে ধরাধরি
প্রকৃতি দিবে মুল্য জানি।
সব মানুষকে ভালোবাসি
মানবিক মর্যাদা শ্রদ্ধায়
মানবতার সেবক হিসেবে
সহায়তায় এগিয়ে আসি।
আমি করিনা ছলাকলা
আমি থাকি অবহেলায়
কালাকে বলি না কালা
মনের কথা তোমাকে বলা।
মন্তব্য