২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ। রাজশাহীর পদ্মায় ‘বিলুপ্ত’ কুমির! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে পবার বিউটি হত্যা মামলায় মিলল এক আসামির স্বীকারোক্তি চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • মংলায় অবৈধ দখলদারদের বিরোদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
  • মংলায় অবৈধ দখলদারদের বিরোদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

    মোংলায় ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার মুল গেইটে মানববন্ধন করেন তারা। এর আগে পৌর শহরে বিক্ষোভ প্রদর্শন করেন এ শ্রমিকেরা। মানববন্ধন শেষে অবৈধভাবে জায়গা দখল করে মার্কেট নির্মাণকারী টিটু ওরফে গয়না টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কাছে স্মারকলিপি দেন এ ঘাট শ্রমিকেরা। এ সময় তারা অবিলম্বে তাদের জায়গা উদ্ধার করে টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান।ঘাট শ্রমিকদের জায়গা দখলকারী টিটু ওরফে গয়না টিটু বলেন, আমি বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা চেয়ে আবেদন করেই স্থাপনা নির্মাণ করেছি।উল্লেখ্য, ২০১৯সালের ৭ফেব্রুয়ারী মোংলার ১নম্বর লেবার জেটি সংলগ্ন এলাকায় ঘাট শ্রমিকদের এ বিশ্রামাগারের উদ্ধোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। কিন্তু গত সপ্তাহে সেই জায়গা দখল করে টিটু রাতারাতি মার্কেট নির্মাণ করেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ঘাট শ্রমিকেরা। এনিয়ে গত রবিবারও ঘাট শ্রমিকেরা মানববন্ধন পালনসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঘাট শ্রমিকেরা। কিন্তু তাতেও কোন প্রতিকার না মেলায় মঙ্গলবার দুপুরে আবারো শহরে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কাছে বিচার চেয়ে স্মারকলিপি প্রদাণ করেছেন ঘাট শ্রমিকেরা। আর ঘাট শ্রমিকদের জায়গা দখলের প্রতিবাদে তাদের সাথে একাত্ম হতে সংহতি ও বিচারের দাবী জানিয়েছেন স্থানীয় অন্যান্য শ্রমিক সংগঠনও।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ঘাট শ্রমিকদের স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুতই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page