২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরী
  • ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> ২৩ শে আগস্ট ২০২৩ বুধবার নগরীর হোটেল আগ্রাবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি) এর ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এমবিএম প্রোগ্রামের স্প্রিং ও সামার ২০২৩ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আইআইইউসির মান্যবার উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আইআইইউসির একটি অন্যতম বিভাগ হচ্ছে এই ব্যবসা প্রশাসন বিভাগ। আইআইইউসি ব্যবসা প্রশাসন বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে ভালো করছে, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। নতুনদের উদ্দেশ্য করে বলতে চাই, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরী। একজন শিক্ষিত ভালো মানুষ নিজের পরিবারের প্রতি, সমাজের প্রতি সর্বপোরি দেশ ও জাতির প্রতি নিজের দায়বদ্ধতা অনুধাবন করতে পারে এবং সেই অনুযায়ী নিজের দায়িত্ব পালন করতে পারে। আমি নবীন সকল শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।আইআইইউসি ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন এমবিএ এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ জুনাইদ কবির।
    বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম শাহাবুদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবদুল্লাহিল মামুনকে ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন কোডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ জুনাইদ কবিরকে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page