মো: আরমান (বাঁশখালী)
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার উদ্যোগে নিরাপদ সড়ক ও রাস্তা প্রশস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উক্ত শাখার সভাপতি ছাত্রনেতা এইচ এম নেজাম উদ্দিন রিয়াদ এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক শাহেদ হোসেন ও প্রস্তুতি কমিটির আহবায়ক জসিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় গুনাগরি চত্বরে অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব জননেতা এম. মহিউল আলম চৌধুরী, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সহ-সভাপতি জননেতা মাঈনুল ইসলাম তালুকদার, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য ছাত্রনেতা মুহাম্মদ খোরশেদ হাশেমী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক জননেতা হুমায়ুন কবির জাহেদ, শিল্প ও বানিজ্য সম্পাদক জননেতা নাছির উদ্দিন, সদস্য জননেতা হাফেজ তমিজ উদ্দিন, বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঁশখালী উপজেলার সভাপতি যুবনেতা মাকছুদুল আলম, সাংগঠনিক সম্পাদক যুবনেতা ফখর উদ্দিন, যুবনেতা সেলিম উদ্দিন, যুবনেতা রাশেদুল ইসলাম, যুবনেতা নজরুল ইসলাম যুবনেতা সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাঁশখালী উপজেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রফিকুল করিম, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ছাত্রনেতা শাহেদুল ইসলাম।বক্তারা বলেন, বাঁশখালীর প্রধান সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক প্রশস্তকরণ বাঁশখালীর জনমানুষের দীর্ঘদিনের দাবি হওয়া সত্বেও বাঁশখালীর জন-প্রতিনিধিদের সাড়াশব্দ না থাকা সত্যিই দুঃখের বিষয়। গত কয়েক বছর যাবত সড়কের বেহাল দশা যার করণে অনেকগুলো এক্সিডেন সংগঠিত হয়েছে এবং বেশ কিছু প্রাণহানিও হয়েছে। বক্তার আরো বলেন এই দাবি ছাত্রসেনার একার দাবি নয়, তাই সকলের উচিৎ ছাত্রসেনার এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করা।এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদ রেজা, অর্থ সম্পাদক এম. তারেক আজিজ আলামী, তৌহিদুল ইসলাম, মঈন উদ্দিন, এম. দিদারুল আলম, সৈয়দ হালিম, জুনাইদুল হক, আজিম বিন মালেক, মুহাম্মদ সাইফুল ইসলাম, হাসিবুল ইসলাম, মুহাম্মদ শাহজালাল, মাঈন উদ্দিন, মুরশেদুল আলম, গিয়াসউদ্দিন সাইফুল ইসলামসহ আওতাধীন ইউনিয়ন ও সমমান শাখার নেতৃবৃন্দ।
মন্তব্য