মো: আরমান (বাঁশখালী)
গত কয়েকদিন ধরে মসুলধারে বৃষ্টির কারনে সাগর হয়ে গেছে পুরা চট্টগ্রাম, তার মধ্যে আরো ভয়ে থাকতে হয় পাহাড়ি এলাকার মানুষের কারণ বৃষ্টি পড়লে পাহার ধসে পড়ার সম্ভাবনা অনেক বেশি,ঠিক এরকম এক মর্মান্তিক ঘটনা হয় বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন এর বৈলগাও গ্রামে গত কাল (রবিবার) ৬ আগষ্ট দিবাগত রাতে বৃষ্টিতে ভিজে দেওয়াল ধসে এক জলজ্যান্ত প্রাণ যায় বৈলগাও গ্রামের কৃষক রফিউল আলমের শিশু পুত্র নিহত মো: মিছবাহ (৩) এর,তার এই হটাৎ চলে যাওয়াতে বাকরুদ্ধ হয় প্রায় তার পরিবারের লোকজন মৃত্যুর বিষয়ে জানান ও নিহত মিছবাহর মৃত্যুতে শোক প্রকাশ করেন সাধনপুর ইউনিয়ন এর সুযগ্য চেয়ারম্যান জনাব খোন্দকার সালাহ্ উদ্দিন কামাল
মন্তব্য