২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ  আল মারুফ  নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদোগে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও মেজবানীর আয়োজন ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার বিকাল ০৩ টায় সাতকানিয়া রিসোর্ট কেরানিহাট হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে উদযাপিত হয়েছে ৷অনুষ্ঠানে ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,আমিনুল ইসলাম আমিন,সাতকানিয়া লোহাগাড়ার অভিভাবক,প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপি ,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মফিজুর রহমান ,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি,জনাব মোতাহারুল ইসলাম চৌধুরী,সাতকানিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান, এম .এ. মোতালেব সিআইপি , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কুতুব উদ্দিন চৌধুরী,সাতকানিয়া পৌরসভার মেয়র মোঃ জুবায়ের হোসেন, এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক,,মাদ্রাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সেলিম উদ্দিন চৌধুরী প্রমুখ৷সভায় সাতকানিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, পৌরসভার কাউন্সিলররা, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ৷

    ড. নদভী এমপি বলেন, দেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত ধরে যে কোনো উপায়ে বিএনপি-জামায়াত জোট পুনরায় রাষ্ট্র ক্ষমতা দখলে নিতে চায়। তারা এদেশকে আবার জঙ্গীদের আস্তানা বানাতে চায়। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে দেশকে এগিয়ে নিতে হবে। সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলার উপস্থিত নেতাকর্মীরা,গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।এমপি নদভী আরো বলেন, বাংলাদেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইডোয়ার্ড হিটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ শেষে ফেরার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়েছিলেন। তখন ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল। গণমাধ্যমের প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো একজন বিশ্ব বরেণ্য নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি কৃতার্থ।শোকসভায় বক্তারা বলেন, ৫৬ হাজার বর্গ মাইলের মানুষদের পশ্চিম পাকিস্তানের সরকার মানুষ মনে করতো না। তারা পদে পদে বৈষম্যের সৃষ্টি করে রেখেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়। পৃথিবীর যুদ্ধ ও সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এতো অল্প সময় কোন দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু নেতৃত্বে তা সম্ভব হয়েছে। তিনি ইতিহাসের বরপুত্র। তার মাধ্যমে বাঙালি জাতির ইতিহাসের দরজা খুলেছিল। অথচ ৭৫ এ ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিঃশেষ করতে চেয়েছিলেন। কিন্তু তার আদর্শের মৃত্যু হয়নি।বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নানমুখী উন্নয়ন কাজ চলছে। বিএনপি ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিতে চ্যাম্পেয়িন বানিয়েছিল। রাস্তা-ঘাট ছিল না। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। অথচ শেখ হাসিনা দেশের অবকাঠোমগত উন্নয়ন করে চলছেন। পদ্মা সেতু করেছেন। মানুষের দীর্ঘদিনের যোগাযোগের ভোগান্তি দূর হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে। বিএনপি মনে করেছে, দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। তারা স্বপ্ন দেখে, শ্রীলঙ্কা হলে তারা ক্ষমতায় বসবে। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে।শোকসভা শেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এবং নেতাকর্মীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবার আহ্বান করেন

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page