রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার ও আশিফ শাহরিয়ার রাজিব।ইতালি থেকে >>>
#মিলান বাংলা প্রেসক্লাব ইতালি এবং ইকরা ইসলামিক একাডেমী মিলান ইতালির যৌথ উদ্যোগে নোয়াখালী কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়ন এর পশ্চিম যাদবপুর এবং পূর্ব যাদবপুর এবং নোয়াখালী চাটখিল থানার দশঘড়িয়া গ্রামে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী,শুকনো ও রান্না করা খাবার এবং চিরা,মুড়ি গুড়, ওরস্যালাইন, খাবার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও পূর্ব যাদবপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের সহায়তার দায়িত্ব নিয়েছে তারা।হিলফুল ফুজুল কল্যাণ সংস্থার ও নিমতলা মানবিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভয়াল এ বন্যায় প্রবাস থেকে মিলান বাংলা প্রেসক্লাব ইতালি এবং ইকরা ইসলামিক একাডেমী মিলান ইতালির পক্ষ থেকে ফান্ড সংগ্রহ করে নিজেদের প্রতিনিধির মাধ্যমে নোয়াখানীর দুটি উপজেলার কয়েকটি প্লাবিত এলাকার প্রবাসীদের উপহার পৌছে দিয়েছে। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের সকল দুর্যোগে সরকারের সহায়ক হিসেবে বরাবরই নিঃশ্বার্থ ভাবে
মানবতার কল্যানে কাজ করে চলেছে নিরলস ভাবে।এছাড়া ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির পেইজে প্রকাশিত মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে উপহার প্রদানের আহবানে সারা দিয়ে মিলান বাংলা প্রেসক্লাব এবং ইকরা ইসলামিক একাডেমী সাধ্যমত উপহার প্রেরণের উদ্যোগ নিয়েছে, যা খুব শিঘ্রই বিসিজি মিলান ইতালির মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন মিলান বাংলা প্রেসক্লাব ও ইকরা ইসলামিক একাডেমী মিলান ইতালির দায়িত্বশীলরা।
*************
তথ্যঃ ও চিত্রঃ মিলান বাংলা প্রেসক্লাব ইতালি।
মন্তব্য