১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী 
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> রাজশাহী
  • বড়বাড়িয়া প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন জান্নাতুল রিয়েল এস্টেট
  • বড়বাড়িয়া প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন জান্নাতুল রিয়েল এস্টেট

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>> রাজশাহী পবা উপজেলার বড়বাড়িয়াতে,বড়বাড়িয়া সিজন-৩ প্রিমিয়ার লীগ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুত্রুবার(২১জুন)বিকেলে এই ফাইনাল খেলায় জান্নাতুল রিয়েল এস্টেট – ১৫৭ রানে টার্গেটে দলীয় রানে অপরদল(ফায়ার ফাইটার)-৩৪ রান করে-১২৩ রানে পরাজিত হয় ফায়ার ফাইটার ।চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন,জান্নাতুল রিয়েল এস্টেট মোঃ জিয়াউর ইসলাম এবং রানার-আপ (ফায়ার ফাইটার)অধিনায়ক ছিলেন নয়ন।খেলায় প্রধান অতিথি ছিলেন,নব-নির্বাচিত চেয়ারম্যান,ফারুক হোসেন ডাবলু,পবা উপজেলা,রাজশাহী।এসময় তিনি বলেন,হার-জিত থাকবে।উভয় দলকে ভাল ও নান্দনিক খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।সেইসাথে আগামীতে ম্যাচের প্রাইজ মানি বৃদ্ধি করার ঘোষণা দেন।তিনি বলেন, আগামী বছরে মাঠ ও সুন্দর করে গড়ে তোলা হবে। এবং প্রতিবারের ন্যায় আগামীতে তাঁর সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ।উল্লেখ্য,টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং ম্যান অব টুর্নামেন্টকে ক্রেস্ট দেন অতিথিরা।প্রধান অতিথি এই সকল খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।এদিকে পুরস্কার বিতরনের পূর্বে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় কমিটির পক্ষ থেকে।সেইসাথে প্রতিটি দলকে ক্রেষ্ট দিয়ে সম্মানীত করেন আয়োজক কমিটি।এই লীগ চলতি ১ মাসের মধ্যে শেষ করা হয়।লীগে মোট ৬টি দল অংশগ্রহন করছিলো।প্রতিদিন দুইটি করে দলের খেলা অনুষ্ঠিত হয় বলে আয়োজক কমিটি সূত্রে জানা যায়।বিষেশ অতিথি ছিলেন, ইউপি মেম্বার( ৪,৫নং)মোঃ সিরাজুল ইসলাম (বাঘু),দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,বড়বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃতৌফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বখতিয়ার রানা রংলাল এবং খেলায় স্পন্সার জান্নাতুল রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা মোঃ জিয়ারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page