নিজস্ব প্রতিবেদক মাদারীপুর >>> ঝাঁপ দিয়ে লেকে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা মরদেহ উদ্ধার হয়েছে। মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে শকুনী লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই শিক্ষার্থী। এর প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।উদ্ধার হওয়া ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। তিনি বলেন, ‘শকুনি লেকে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।’ ওসি বলেন, ‘বাকি একজনের মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করছে। আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।’প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সুপারের বাস ভবনের কাছেই শকুনী লেকে ঝাঁপ দেন।কিছুক্ষণ সাঁতরে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার পর ক্লান্ত হয়ে দুই শিক্ষার্থী লেকে ডুবে যান। স্থানীয়দের কাছে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনী লেকে নিখোঁজদের উদ্ধার অভিযানে নামে। পুলিশের ধাওয়ায়
মন্তব্য