সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মো. পারভেজ মোশারফ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। (২০ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর থানাধীন তরিপতপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে যে ওই এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করছে। পরে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে পারভেজ মোশারফকে (পিতা—খাদেমুল ইসলাম, সাং—বাখরাবাজ দক্ষিণপাড়া, থানা—কাটাখালী, রাজশাহী মহানগর) আটক করে। এসময় তার বহন করা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।র্যাব জানায়, আটক পারভেজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে রাজশাহী শহর থেকে গাঁজা সংগ্রহ করে দুর্গাপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। তাকে হাতেনাতে আটক করার পর মাদক আইনে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।র্যাবের এক কর্মকর্তা বলেন, “দেশ থেকে মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা চক্র যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য