এম এ কাশেম চট্রগ্রাম থেকে>>>বৃহত্তর চট্টগ্রামের অত্যাধিক গুরুত্বপূর্ণ উপজেলা মীরসরাই। এ উপজেলার ব্যবসা-বানিজ্য এবং চাকরী সহ বিভিন্ন ভাবে দেশের রাজধানী ঢাকায় বসবাস রত: মীরসরাই উপজেলার অধিবাসীদের গঠনকৃত ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র প্রধান উপদেষ্টা, মীরসরাই উপজেলা বিএনপি’র নেতা-কর্মী গড়ার কারিগর খ্যাত প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আ,ক,ম জান্নাতুল করিম খোকন সম্প্রতি ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে দিয়েছেন।গঠিত কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন মীরসরাই উপজেলার সাবেক তুখোড় ছাত্র নেতা ও ঢাকার সদরঘাট এলাকার বিশিষ্ট পার্টস ব্যবসায়ী মোঃ আইয়ুব খান।এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মীরসরাই উপজেলার আরেক সাবেক ছাত্র নেতা ও বর্তমান ঢাকা সুপ্রিম কোর্টের সূ’যোগ্য আইনজীবী মোঃ মুজাহিদুল ইসলাম।দীর্ঘদিন তারা দু’জন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা নেতা-কর্মী সহ মীরসরাই উপজেলার বিভিন্নজনের বিভিন্ন সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখার কারণে সর্ব শ্রেণী ও পেশার মানুষের কাছে অত্যন্ত আপনজন হিসেবে যথেষ্ট সু’নাম অর্জন করে আসছিলেন।তারা ইতোপূর্বে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র বিভিন্ন কর্মের সাথে ও জড়িত হয়ে বিভিন্ন কাজ করে সবার নজরে চলে আসেন।এমন কি পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ফ্যাসিবাদী রাষ্ট্র পরিচালনার সময়ে দলীয় নেতা কর্মীদের আইনী সহায়তা সহ নানাবিধ: ভাবে সহযোগিতা করার জন্য ও নিজেদের শারিরীক শ্রম ও আর্থিক এবং মানসিক ভাবে যথেষ্ট সহযোগিতা ও করে ব্যাপক সু’নাম অর্জন করেছেন।আর তার-ই নিরীখে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা আ,ক,ম জান্নাতুল করিম খোকন তাদের দু’জনকে সংগঠনের প্রধান দায়িত্ববান বানিয়ে ১১ সদস্য বিশিষ্ট ওই আহবায়ক কমিটি গঠন করে দেন।মীরসরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব সহ কমিটির অপরাপর সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন,ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র নতুন দায়িত্ব প্রাপ্ত আহবায়ক মোঃ আইয়ুব খান ও সদস্য সচিব এডভোকেট মুজাহিদুল ইসলাম অতিতের মতো দলীয় নেতা-কর্মী সহ মীরসরাইবাসীর জন্য আগামী দিনে ও কাজ করে যাবেন।
মন্তব্য