সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা ডিবি পুলিশ ডুমুরিয়া উপজেলার চুকনগর নরনিয়া গ্রামের হাফিজুরের চা পানের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী আব্দুল হালিম গাজী (৩৮) নারায়ন দাস (২৭)কে শুক্রবার দিবাগত রাত ১১ টার সময় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেন্সিডিলসহ আটক করেন, জেলা গোয়েন্দা শাখা এসআই শেখ ইমরুল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়,গত শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্রামস্থ জনৈক হাফিজুরের চা-পান দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা হলো-কেশবপুর থানাধীন ছোট পাথরা এলাকার বিমল দাসের ছেলে নারায়ন দাস (২৭)ও ডুমুরিয়া থানাধীন নরনিয়ার আনসার আলি গাজীর ছেলে আব্দুল হালিম গাজী (৩৮), এসময় তাদের দেহ তল্লাসী করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেন্সিডিল উদ্বার করে পুলিশ।এ ঘটনায় এসআই ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করেন। আসামী আব্দুল হালিম গাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল শনিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে।
মন্তব্য