জিয়াবুল হক জিয়া কক্সবাজার জেলা প্রতিনিধি >>> হোয়াইক্যং খারাইঙ্গা ঘোনা এলাকায় অভিযান পরিচালনা> করে ১০৫ বোতল বিদেশী মদ সহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ ৷ আটক ব্যাক্তি হচ্ছেন হোয়াইক্যং খারাইঙ্গা ঘোনা জয়নাল আবেদিনের পুত্র নুরু নবী। পুলিশ সূত্রে জানাযায়, হোয়াইক্যং খারাইঙ্গা ঘোনা এলাকায় ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশী মদ মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামানের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স হোয়াইক্যং খারাইঙ্গা ঘোনা নুরুল নবীর বসত ঘরে অভিযান পরিচালনা করে। এই সময় নুরুল নবীর বাড়িরে টিনের চালের উপরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ১০৫ বোতল বিদেশী উদ্ধার করা হয় । উক্ত বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে নিজ হেফাজতে রাখার দায়ে খারাইঙ্গা ঘোনা এলাকার জয়নাল আবেদিনের পুত্র নুরু নবীকে আটক করা হয় ।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান, জিজ্ঞেসাবাদে ধৃত নুর নবী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত এবং বিভিন্ন কৌশলে বিদেশী মদ নিজ হেফাজতে রেখে দুস্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে। তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী মদ ও ধৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য