ডা. আজাদ খান ময়মনসিংহ বিভাগীয় প্রধান >>> শনিবার (১২ এপ্রিল/২৫) তারিখ দুপুর ১২.৪০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন কেন্দুয়া ইউনিয়নের গহের পাড়া সাকিনস্থ জামালপুর-টু – টাঙ্গাইল মহাসড়কের পাশে জনৈক মোঃ মেরাজুল ইসলাম সবুজ (৫০) এর মুদি দোকানের সামনে থেকে ১০০ (একশত) পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ ১। মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৩২), পিতা-মোঃ ছানোয়ার হোসেন, সাং-পশ্চিম গহেরপাড়া, ১নং কেন্দুয়া কালীবাড়ী ইউপি, থানা ও জেলা-জামালপুর।জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা- এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান ও এসআই(নি:)/ সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য