২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে গনহত্যা দিবস পালিত। ভিন্ন রকম পরিবেশে মালদ্বীপস্থ ঢাকা ট্রেডার্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কমিটি গঠন ফরিদপুরে নিকাহ রেজিস্ট্রারের ৬ মাসের কারাদণ্ড সাতকানিয়ায় গভীর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ৩ ডাম্পার জব্দ শতাধিক পরিবার ভয়াবহ পানি সংকটে, মগকক্রী ঝিড়ির পানি একমাত্র ভরসা সখিপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে মামলা ভিজিএফএর স্লীপকে কেন্দ্র করে রৌমারীতে বৃদ্ধকে চড়-থাপ্পড় মারলেন ইউপি সদস্য জামায়াতে ইসলামীর আয়োজনে ফটিকছড়িতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে  ইফতার মাহফিল।
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব ও দৈনিক উপচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ,দৈনিক উপচার পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক নুরুজ্জামান রফিক, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাব্বির, রাজশাহী দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন,গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারোয়ার সবুজ,তানোর উপজেলা দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রনি,সদস্য মিঠুন সরকার।দোয়া অনুষ্ঠানে রাজশাহীসহ সারাদেশের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মানিক।এর আগে, অতিথিরা প্রয়াত সাংবাদিকদের স্মরণে তাদের অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন।প্রধান অতিথি ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়াত সাংবাদিকদের অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।বিশেষ অতিথি জাহিদ হাসান সাব্বির বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়াত সহকর্মীদের স্মরণ করে তাদের সততা ও পেশাদারিত্ব থেকে শিক্ষা নিতে হবে।”জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, সাংবাদিকতার পথ কখনো সহজ নয়। সত্য প্রকাশ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে ন্যায় ও আদর্শের পথে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের গর্বের বিষয়।”আমাদের ‘নতুন বাংলাদেশেও প্রতিদিনই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হচ্ছেন সাংবাদিকেরা। আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক সুরুজ আলীর নামে দেয়া হয়েছে মিথ্যা ও হয়রানিমূলক মামলা। আমরা অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ বলেন, “প্রয়াত সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করছি।সভাপতির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, আমরা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: নুরে ইসলাম মিলন ভায়ের নেতৃত্বে রাজশাহীর সকল সাংবাদিক সে আমাদের সংগঠনের না হলেও শুধু সাংবাদিকতা করেন এমন জানলে তার বিপদে আপদে ছুটে যায়। আমাদের সাধ্যমত চেষ্টা করি সাংবাদিকদের পাশে থাকার। কিন্তু আজ আমাদের সেই সাংবাদিক ভায়ের বিরুদ্ধে প্রতিহিংসাবশত রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। আমি সংগঠনের পক্ষে আমাদের সভাপতি মো: নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক সুরুজ আলীসহ রাজশাহীতে এমন হয়রানীর স্বীকার সাংবাদিকদের পক্ষে তাদের নামে দেয়া এসব মিথ্যা মামলা তদন্ত পূর্বক অব্যাহতি দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা,তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক বরাবর আবেদন করেছি। আমার বিশ্বাস তারা আমাদের সাংবাদিক ভাইদের নামে হওয়া মিথ্যা মামলাগুলো তদন্ত পূর্বক প্রত্যাহার করে নেবেন। এ সময় যেন আমাদের সাংবাদিকদের কোন রকম হয়রানি করা না হয় ।তিনি বলেন,”সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাবে। প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় আমাদের এই আয়োজন ছোট্ট প্রয়াস মাত্র।সঞ্চালক মো: সুরুজ আলী বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিক সমাজ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। সকল প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের জন্য আমরা দোয়া করছি।অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ রাজশাহীর বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page