আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সদর খাতুনগঞ্জে ২৩.০৮.২০২৩ সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত পিঁয়াজের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি),সদর সার্কেল জনাব খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি),পতেঙ্গা সার্কেল জনাব মিজানুর রহমান। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায়,পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতি এবং পাইকারদের ক্রয়রশিদ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১)-ক ধারায় ২০,০০০ টাকা করে সর্বমোট ৬০,০০০ অর্থদন্ড ও একজন থেকে মুচলেকা নেওয়া হয়।ভবিষ্যতে পাইকারদের ক্রয়ের রশিদ সংরক্ষণ ,মূল্য তালিকা সংরক্ষণ ,
সকল লাইসেন্স হালনাগাদকরণ ও প্রত্যেক প্রতিষ্ঠানে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণে
ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়।এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ জানান একশ্রেণীর মধ্যসত্বভোগীদের দৌরাত্ন্যে পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে ৷স্থানীয় সূত্রে জানা যায় এভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীরা সব সময় দ্রব্যমূল্য বাজার মূল্য তালিকা মেনে চলতো ৷আমরা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি ৷জনস্বার্থে অভিযান পরিচালনা করার জন্য ৷সহকারী (ভূমি) পাশাপাশি ভুক্তভোগী অভিযোগ করলে আমরা যেকোনো সময় সতর্কমূলক অভিযান পরিচালনা করব এ বিষয়ে সকলকে সহযোগিতা করতে হবে ৷পেঁয়াজসহ অন্যান্য নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।











মন্তব্য